Bus owners, Police, রসিদ ছাড়া পুলিশ জরিমানা নিচ্ছে, অভিযোগ বাস মালিকদের

আমাদের ভারত, ১৩ ডিসেম্বর: রসিদ না দিয়ে সময়সূচির ওপর আদায় করা জরিমানার কথা লিখে বেআইনিভাবে টাকা নিচ্ছে কলকাতা ট্রাফিক পুলিশ। শুক্রবার এই অভিযোগ করলেন জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটসের সম্পাদক তপন ব্যানার্জি। বিষয়টিতে তিনি মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন।

তপনবাবু এই প্রতিবেদককে জানান, জরিমানা নিলে সরকারি রসিদ দেওয়া বাধ্যতামূলক। অন্যভাবে নেওয়া অবৈধ। যে রাজ্যে গত ৭ বছরের বেশি হলো বাস ভাড়া বাড়েনি, তার উপর প্রতিদিন একটি বাসকে ৫০০/ টাকার বেশি পুলিশকে দিতে হয়। একটি বাসের প্রতি দিন কত আয় হলে এটা সম্ভব? ট্রাফিক পরিকাঠামো ঠিক না করে এইভাবে জরিমানা আদায়ে আমরা মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি।

যাত্রীবাহী বাসের অন্যন্য সমস্যার ব্যাপারেও সরব হয়েছেন তপনবাবু। তাঁর দাবি, “একদিকে প্রতিনিয়ত ডিজেলের মূল্য ও আনুষঙ্গিক খরচ বৃদ্ধিতে বাস মালিকরা বিপর্যস্ত। কোনও সরকারি অনুদান নেই। সরকার বছরের পর বছর তাদের নিজেদের কিছু বাসের জন্য হাজার হাজার কোটি টাকা ভর্তুকি দিয়ে আসছে। এই রাজ্যে বেসরকারি বাস ৮৫ শতাংশ পরিসেবা দেয়। তাহলে আমরা কেন অবহেলিত?

কলকাতা- সহ রাজ্যে সকাল থেকে সন্ধে পর্যন্ত যদি পরিবহনের ঠিক মতো পরিষেবা দিতে হয়, তাহলে তার জন্য কেন্দ্রীয় ও রাজ্য সরকারের ভাবনা বদলাতে হবে। শহরে পরিবহনের ‘স্মার্ট’ পরিকল্পনা করলে তার জন্য আনুসঙ্গিক সব ব্যবস্থা করতে হবে। নাহলে এটা কতটা ফলপ্রসূ হবে সন্দেহ আছে। আমরা সব রকম সহযোগিতা করব।

এই মুহূর্তে একটি নূতন বাস রাস্তায় নামাতে কত খরচ, সেটা সরকার ভালো রকম জানে। এর জন্য ৩০ লাখের উপর খরচ হয়। কিভাবে ব্যাঙ্ক ঋণ পরিশোধ হবে এই বাস ভাড়ায়? বেশিরভাগ ব্যাঙ্ক, ঋণ দিচ্ছে না। এর জন্য দরকার একটি নিয়ন্ত্রণ কমিটি। আমরা দীর্ঘদিন ধরে এই দাবি করছি।

ডিজেলের উপর জিএসটি বসানো হোক। যাত্রী বিমার ব্যাপারে কেন্দ্রীয় সরকারের ‌নীতি বদলাতে হবে। বিমা কোম্পানি- গাড়ি শিল্প থেকে কত পাচ্ছে, কত দিচ্ছে, সেই হিসাব প্রকাশ করতে হবে। এব্যাপারে আমরা দেশের উচ্চ আদালতে দ্বারস্থ হয়েছিলাম। এসব বিষয় ভালোভাবে বিবেচনা না করলে পরিবহনের হাল ফিরবে বলে মনে হয় না।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *