Suvendu, BJP, ৯ অগস্ট ‘নবান্ন অভিযান’-এর ঘোষণা বিরোধী দলনেতার

আমাদের ভারত, ২ জুলাই: ৯ অগস্ট ‘নবান্ন অভিযান’-এর ঘোষণা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কসবা গণধর্ষণ-কাণ্ডের প্রতিবাদে বুধবার যুব মোর্চার কর্মসূচিতে দাঁড়িয়ে তিনি এ কথা জানান।

গত বছর ৯ অগস্ট আরজিকর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছিল সেই ডাক্তারি পড়ুয়ার, যিনি ধর্ষণ ও নৃশংসভাবে হত্যার শিকার হন বলে অভিযোগ। সেই স্মরণেই এবার ‘নবান্ন অভিযান’।

শুভেন্দুবাবুর কথায়, “অভয়ার চোখ দিয়ে জল নয়, রক্ত বেরিয়েছে। হাঁসখালি থেকে বগটুই— এই সরকার ও তার বাহিনী ধর্ষকদের রক্ষাকারী। তাই এদের সরাতেই হবে।”

সেই সঙ্গে তিনি বলেন, নবান্ন অভিযানের আগে তাঁরা যাবেন নির্যাতিতার বাবা-মায়ের কাছে অনুমতি নিতে। তাঁর কথায়, “আমরা পতাকা ছাড়াই আন্দোলনে যাব। অভয়ার স্মৃতিকে সম্মান জানিয়ে এই প্রতিবাদ। ৯ অগস্ট নবান্ন অভিযানে মমতার সরকারের পতন ঘটানোর ডাক থাকবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *