Organization, Medical, চিকিৎসার পরীক্ষার গুণগত মানবৃদ্ধি ও সচেতনতা আনতে নয়া সংগঠন

আমাদের ভারত, কলকাতা, ২ জুলাই: চিকিৎসকের নিদান অনুযায়ী সম্ভাব্য রোগের পরীক্ষা করাতে এবং এই বিষয়ে সাধারণ মানুষের সচেতনতা বাড়ানোর লক্ষ্যে তৈরি হল ‘দি অ্যাসোসিয়েশন অফ ল্যাবরেটরি মেডিসিন’
(এএলএম) নামে একটি সংগঠন।

বুধবার কলকাতার প্রেস ক্লাবে এর আনুষ্ঠানিক উদ্বোধনে উপস্থিত ছিলেন কিছু বিশিষ্ট চিকিৎসক। তাঁরা জানান, “আধুনিক চিকিৎসা বিজ্ঞান রক্তপরীক্ষা সহ নানান পরীক্ষা নিরীক্ষার ওপর ভিত্তি করে এগিয়ে চলেছে। আম জনতার একটা অংশের এতে অনীহা চিরকালীন। কিন্তু রোগ নির্ণয়ের পরীক্ষা নিরীক্ষায় চিকিৎসকরা রোগীদের আরও নিখুঁত চিকিৎসা দিতে পারেন।”

পাঁচটি শাখা বায়োকেমিস্ট্রি, প্যাথলজি, মাইক্রোবায়োলজি, ট্র্যান্সফিউশন মেডিসিন এবং ল্যাবরেটরি মেডিসিনের প্রথিতযশা কিছু চিকিৎসক এই সংগঠনের মূল কাণ্ডারী। ‘বেটার হেলথ থ্রু ল্যাবরেটরি মেডিসিন’ এই উদ্দেশ্যে পাঁচটি বিষয়ের বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে এই সংগঠন তৈরি করা হয়েছে।

সংগঠনের সভাপতি ডা: তমালকান্তি ঘোষ জানালেন, যে চিকিৎসকরা নিজেদের মধ্যে অভিজ্ঞতা ভাগ করে নিলে আখেরে জটিল ও মুমূর্ষু রোগীদের চিকিৎসায় ভাল ফল আশা করা যায়। ডা:অশ্বিনী সেনগুপ্ত বলেন, কন্টিনিউইং মেডিক্যাল এডুকেশনের ফলে চিকিৎসকরা অনেক সমৃদ্ধ হবেন। নিজেদের মধ্যে অভিজ্ঞতালব্ধ ফলাফলের আদান প্রদান সহ অত্যাধুনিক প্রযুক্তির যন্ত্রপাতির ব্যবহার এবং পরীক্ষার গুণগত মান বাড়াতে নিয়ম কানুন মেনে চলার ব্যাপারে গুরুত্ব দেবেন।

প্রসঙ্গত, ভারতবর্ষে ল্যাবরেটরি মেডিসিন নিয়ে উল্লেখযোগ্য কাজ হলেও এঁদের নিজস্ব কোনও সংগঠন নেই। পাঁচটি বিশেষ শাখার চিকিৎসকদের একই ছাতার তলায় আনার ভাবনা দ্য অ্যাসোশিয়েশন ফর ডায়াগোনেস্টিক অ্যান্ড ল্যাবরেটরি মেডিসিনের (এডিএমএল) অনুপ্রেরণায়।

এএলএম-এর পৃষ্ঠপোষক মণ্ডলীর মধ্যে আছেন ডা: প্রদীপ মিত্র, ডা: দেবাশিস বানার্জি, ডা: এস এম নাদিম, ডা: শঙ্কর সেনগুপ্ত এবং ডা: শুশ্রুত সেন, ডা: শুভ্রাংশু মণ্ডল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *