আমাদের ভারত, ২৫ মে: রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয় রেডিও অনুষ্ঠান মন কী বাতের ১২২তম পর্ব ছিল। সেখান থেকে আজ একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অবস্থান অপারেশন সিঁদুরের গৌরব, দেশের বিভিন্ন উন্নয়নমূলক সাফল্যের খতিয়ান তুলে ধরেন মোদী। এছাড়াও মাওবাদী অধ্যুষিত এলাকায় পরিবর্তন, উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণ সবকিছুই উঠে এসেছে আজ প্রধানমন্ত্রীর বক্তব্যে।
সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই করেছে ভারত। অপারেশন সিঁদুর নিয়ে গর্বের সুর শোনা গেল আজ মোদীর গলায়। প্রধানমন্ত্রী বলেন, আজ সমগ্র দেশ সন্ত্রাসবাদের বিরুদ্ধে, ক্রদ্ধ, ঐক্যবদ্ধ ও দৃঢ়প্রতিজ্ঞ। তিনি উল্লেখ করেন, অপারেশন সিঁদুর শুধুমাত্র একটি সামরিক অভিযান নয়, এটি ভারতের সংকল্প, সাহস ও নবজাগরণের প্রতীক। এই অভিযান ভারতীয় সেনাবাহিনীর অসামান্য বীরত্ব গোটা দেশবাসীকে গর্বিত করেছে। দেশজুড়ে তেরঙ্গা যাত্রা ও জনসমাবেশের মাধ্যমে এক অনন্য দেশাত্মবোধের আবহও তৈরি হয়েছে।
তাঁর কথায়, “আমাদের বাহিনী নির্ভুলভাবে সীমান্তের ওপারে থাকা জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছে। এই অভিযান শুধু একটি সামরিক অভিযান ছিল না, বরং আমাদের সংকল্প, সাহস এবং পরিবর্তনশীল ভারতের এক ঐক্যবদ্ধ ছবি ছিল। এই ছবি সমগ্র ভারতবাসীর দেশপ্রেমের অনুভূতিকে তিরাঙ্গার রঙে রাঙিয়েছে।”
অপারেশন সিঁদুর- এ ভারতীয় অস্ত্র এবং সরঞ্জাম ব্যবহার করা হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। তাঁর কথায়, দেশি অস্ত্রে সাফল্য এসেছে যা আমাদের সকলকে গর্বিত করেছে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ করেছে সমগ্র দেশকে। অপারেশন সিঁদুর পাল্টে যাওয়া ভারতের ছবি। এই বিষয়টিকে সামনে রেখে দেশীয় পণ্য ব্যবহারের উপর জোর দেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে বলেন, বিশ্বজুড়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের এক নতুন আত্মবিশ্বাসের সঞ্চার করেছে ভারত।
বাসাতের অলিম্পিক ও শিশুদের অগ্রগতি প্রসঙ্গে আজ বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ছত্রিশগড়ে মাওবাদী প্রভাবিত অঞ্চলে অনুষ্ঠিত বাসাতের অলিম্পিকে এলাকার শিশুরা বিজ্ঞান ও খেলাধুলায় অসাধারণ সাফল্য অর্জন করেছে, যা প্রমাণ করে তারা সাহস ও প্রত্যয়ের সঙ্গে নিজেদের জীবনে বদলে এনেছে এবং এগিয়ে চলেছে।
প্রধানমন্ত্রী জানান, মহারাষ্ট্রের গড়চেরলি জেলার কাটেঝারি গ্রামে প্রথমবার একটি বাস পৌঁছানো ছিল ঐতিহাসিক ঘটনা। মাওবাদী সহিংসতায় দীর্ঘদিন বন্ধ থাকার পর যোগাযোগ অবশেষে গড়ে উঠেছে সেখানে, যা গ্রামের মানুষ ঢাকঢোল পিটিয়ে উদযাপন করেছে।
পরিবেশ সংরক্ষণে গুজরাটের অগ্রগতির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, গত পাঁচ বছর গির অরণ্যে সিংহের সংখ্যা ছিল ৭৭৪। যা বেড়ে হয়েছে ৮৯১। একই সঙ্গে বনদপ্তরের নারী নিয়োগের সংখ্যা বেড়েছে যা আবারও নারী ক্ষমতায়নের প্রতীক।
মান কী বাতে আজ মোদীর কথায়, সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের ঐক্যবদ্ধ লড়াই, দেশজুড়ে দেশপ্রেমের জোয়ার, মাওবাদী অধ্যুষিত অঞ্চলের উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণে সাফল্যের কথার মাধ্যমে এক শক্তিশালী আত্মবিশ্বাসী ভারতের প্রতিচ্ছবি উঠে এসেছে। যা ভারতে নবজাগরণের বার্তা বহন করেছে।