আমাদের ভারত, নদিয়া, ১ জুন: বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু বছর ৪৫- এর এক ব্যক্তির। শান্তিপুর পৌরসভার ২৩ নং ওয়ার্ডের গাইন পাড়া বকুলতলা এলাকার ঘটনা।
পরিবার সুত্রে জানাগেছে, মফিদুল সেখ কাজ সেরে বাড়ি ফিরে সাড়ে চারটে নাগাদ বাড়িতে পানীয় জলের মোটর চালিয়ে দেখেন মোটরে জল আসছে না। তাই দেখে ভিজে হাতেই মোটর ঠিক করতে গিয়ে মোটরের কানেকশনে হাত লাগায়। এর ফলে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে সহিদুল অচৈতন্য হয়ে পড়ে।
স্থানীয় প্রতিবেশী ও পরিবারের অন্যান সদস্যারা ছুটে এসে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা সহিদুলকে মৃত বলে ঘোষণা করেন। সইদুল সেখের দুটি সন্তান রয়েছে। ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।