আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৪ জানুয়ারি:
বেলদাতে জাতীয় সড়কে একটি প্রাইভেট গাড়ির ধাক্কায় এক সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। মৃত ওই সাইকেল আরোহীর নাম দুলাল সাউ বলে পুলিশ সূত্রে জানা গেছে। রবিবার সকালে বেলদা ওড়িশাগামী ৬০ নম্বর জাতীয় সড়কের ওপর সালাজপুরের কাছে রাস্তা পারাপার করছিল ওই সাইকেল আরোহী। সেই সময় বেলদার দিক থেকে দ্রুত গতিতে আসা একটি প্রাইভেটকার সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই সাইকেল আরোহী দুলাল সাউর।
এই ঘটনায় স্থানীয় মানুষ জাতীয় সড়ক অবরোধ করে।
তাদের দাবি, যানবাহনগুলি গতি কমিয়ে রাস্তা দিয়ে যাক। অনিয়ন্ত্রিতভাবে চলার ফলে এই ধরনের দুর্ঘটনা ঘটছে।বেশ কিছুক্ষণ ধরে যানজট সৃষ্টি হয় জাতীয় সড়কে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বেলদা থানার পুলিশ। অবরোধকারীদের বুঝিয়ে পথ অবরোধ তুলে দেয়। পুলিশি হস্তক্ষেপে যানজট মুক্ত হয় জাতীয় সড়ক।