রাম নাম শুনতে যে ভয় পায় তার অন্তিম সময় এসে গেছে: দিলীপ ঘোষ

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২৪ জানুয়ারি: শনিবার কলকাতায় ভিক্টোরিয়া মেমোরিয়ালে একই মঞ্চে ছিলেন প্রধানমন্ত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রী। সরকারি অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায়কে বক্তব্য রাখার জন্য অনুরোধ করতেই জয় শ্রীরাম ধ্বনিতে মুখর হয় গোটা ভিক্টোরিয়া চত্বর। দর্শক আসন থেকে কয়েকজন টানা জয় শ্রীরাম ধ্বনি দিতে থাকে। যা শুনে তিনি প্রতিবাদ করে মঞ্চে বক্তব্য পর্যন্ত রাখেননি।
আজ কৃষ্ণনগরে এসে দিলীপ ঘোষ সাংবাদিকদের সেই প্রসঙ্গে বলেন, যারা জয় শ্রীরামকে ভয় পায় তাদের তো রাজনীতি করা উচিত নয়।

তিনি বলেন, আমাকে প্রতিদিন রাস্তায় দাঁড়িয়ে গো ব্যাক বলে কালো পতাকা দেখায় আমি তো কোনদিন কোনও রিয়াক্ট করিনি। আমি বলি যে তোমাদের এর চেয়ে বেশি কিছু করার ক্ষমতা নেই। যে মমতা ব্যানার্জি জয় শ্রীরাম বলার জন্য লোককে জেলে পাঠিয়েছেন, পুলিশ দিয়ে মানুষের উপর অত্যাচার করেছেন, গালিগালাজ দিয়েছেন, তার তো এটা পাওনাই আছে। ওনারাও তো জয়বাংলা বলেন, জয় মা কালীও বলেছেন আপত্তি কিসের আছে। রাম নাম যে শুনতে পায় না তার তো অন্তিম সময় এসে গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *