সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগনা, ২১ জানুয়ারি: আগ্নেয়াস্ত্র সহ এক দুষ্কৃতীকে গ্রেফতার করল হাবরা থানার পুলিশ। ধৃতের কাছ থেকে উদ্ধার হয় একটি গুলি ভর্তি পাইপগান। বুধবার গাভীর রাতে উত্তর ২৪ পরগনার হাবরা থানার হাথথুবা এলাকা থেকে তাকে গ্রেফতার করে। ধৃতের নাম তাপস মণ্ডল।
পুলিশ জানিয়েছে, এদিন রাত আনুমানিক ১টা নাগাদ হাবড়া থানার পুলিশ গোপন সূত্রে খবর পায় একজন সন্দেহ ভাজন ব্যক্তি হাথথুবা এলাকায় ঘুরাঘুরি করছে। এরপর পুলিশের একটি দল সেখানে যায়। ধৃতকে আটক করে এবং ঘোরাঘুরি করার কারণ জানতে চাওয়া হলে ওই ধৃত ব্যক্তির কথায় পুলিশের সন্দেহ হয়। এরপর তাকে গ্রেফতার করে। ধৃত তাপস মণ্ডলের কাছ থেকে একটি গুলি ভর্তি পাইপগান উদ্ধার করা হয়। পুলিশ জেরা করে জানতে পারে ধৃত ব্যক্তি অসামাজিক কার্যকলাপ করার উদ্দেশ্যে ঘোরাঘুরি করছিল। ধৃতের নামে হাবড়া সহ একাধিক থানায় আসামাজিক কাজের অভিযোগ আছে। বৃহস্পতিবার ধৃতকে বারাসাত মহকুমা আদালতে তোলা হয়।