আমাদের ভারত, মেদিনীপুর, ২১ জানুয়ারি: পথ দুর্ঘটনায় গুরুতর আহত ব্যক্তি স্বাস্থ্য সাথী কার্ডে চিকিৎসা করিয়ে সুস্থ্য হতে চলেছেন।মেদিনীপুর শহরের ৯ নং ওয়ার্ডের বাসিন্দা সেক নবিজান কিছুদিন আগে পথ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন, তার একটি পা ভেঙ্গে গিয়েছিল সেই দুর্ঘটনায়। এরপর তিনি রাজ্য সরকারের স্বাস্থ্য সাথী কার্ডের সাহায্যে শহরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা করালেন কোনও অর্থ ছাড়াই। পেশায় দীনমজুর এই ব্যক্তির অস্ত্রোপচার ও চিকিৎসা বাবদ ৬৯ হাজার টাকা বিল মেটান স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে।
প্রসঙ্গত, বিরোধী শিবির স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে বারবার ভাঁওতাবাজির অভিযোগ তুলেছে। তাই তৃণমূল এবার স্বাস্থ্য সাথী কার্ডে চিকিৎসা হওয়া মানুষদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রকাশ্যে আনতে শুরু করেছে।