আমাদের ভারত, মেদিনীপুর, ১৮ ফেব্রুয়ারি: মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন পর পর চারটি পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে একজনের। আহত হয়েছেন ৮ জন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। পথ দুর্ঘটনাগুলি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা থানা এলাকায়। ডেবরার বালিচকে বাইকের সঙ্গে মারুতির মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছে দুজন।
অপরদিকে ডেবরার দলবতিপুর, শিকারপুর এবং পাঁচগেড়িয়াতেও এদিন পথ দুর্ঘটনা ঘটেছে। শিকারপুরের বাইক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক যুবকের। মৃতের নাম লব কুমার পাত্র, বাড়ি ডেবরার সত্যপুর এলাকায়। দুর্ঘটনাগ্রস্ত সবাইকেই ডেবরা গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে ভর্তি করা হয়। সেখানেই মৃত্যু হয় লব কুমার পাত্রের। বাকিদের মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। কয়েকটি বাইক উদ্ধার করেছে পুলিশ। বেশির ভাগ ক্ষেত্রেই বাইক চালানোয় নিয়ন্ত্রন না থাকায় দুর্ঘটনা গুলি ঘটেছে বলে ডেবরা থানার পুলিশ জানিয়েছে।