পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২ অক্টোবর: বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের গান্ধী চর্চা কেন্দ্রে’র পরিচালনায় গান্ধী জয়ন্তী উপলক্ষে একদিনের জাতীয় পর্যায়ের আলোচনা সভা অনুষ্ঠিত হলো বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সেমিনার হলে। প্রায় ২০০ জন ছাত্র ছাত্রী ও গবেষক গান্ধীজির সমসাময়িক প্রাসঙ্গিকতা নিয়ে আলোচনা সভায় অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক সুশান্ত কুমার চক্রবর্তী। ছিলেন নিবন্ধক জয়ন্ত কিশোর নন্দী ও কলা এবং বাণিজ্য অনুষদ এবং বিজ্ঞান অনুষদের ডিন দ্বয়। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক দেবনারায়ণ মোদক, অধ্যাপক শিবাজি প্রতিম বসু ও ড: বুধ বাহাদুর লামা। সকলে গান্ধীজির মত ও পথে সত্য অনুসন্ধানের তাৎপর্যের কথা বলেছেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন গান্ধী চর্চা কেন্দ্রের সমন্বয়সাধক ড: ইয়াসিন খান।