পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২ অক্টোবর: টানা ১৬ থেকে ১৭ দিন ধরে জলমগ্ন হয়ে রয়েছে ঘাটালের বিভিন্ন এলাকা। অনেকেই হারিয়েছেন তাদের মাথা গোঁজার ঠাঁই। ভেসে গিয়েছে বাড়ির আসবাবপত্র। এখনো জলমগ্ন হয়ে রয়েছে ঘাটালের একাধিক এলাকা। জলমগ্ন এলাকাগুলি অর্থাৎ ঘাটালের মনসুকা, কামারডাঙা এলাকায় ত্রাণ বিতরণ করলেন রাজ্যের মন্ত্রী শিউলি সাহা। ছিলেন জেলা পরিষদের সহকারী সভাধিপতি অজিত মাইতি।
বিভিন্ন সমাজ সেবামূলক সংগঠন বিভিন্ন রাজনৈতিক দলের তরফ থেকে দেওয়া হচ্ছে ত্রাণ, বাড়িয়ে দেওয়া হচ্ছে সাহায্যের হাত। তাই বন্যা কবলিত সাধারণ মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে এলো শাসক দল তৃণমূল কংগ্রেস। ঘাটালের মনসুকার কামারডাঙ্গা এলাকায় প্রাণ বিতরণ করলেন রাজ্যের মন্ত্রী শিউলি সাহা। শুকনো খাবার সহ চাল ডাল ইত্যাদি বন্যা কবলিত মানুষদের হাতে তুলে দিলেন মন্ত্রী শিউলি সাহা ও জেলা পরিষদের সহকারি সভাপতি অজিত মাইতি, সাংসদ প্রতিনিধি রাম মান্না সহ অন্যান্য নেতৃবৃন্দ।