আমাদের ভারত, কোচবিহার, ৫ মার্চ: নিয়ম বিরুদ্ধ ভাবে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের বিজেপি প্রভাবিত কর্মী সংগঠনের এক নেতাকে বদলির পর নিখোঁজ সেই নেতা। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বিজেপি প্রভাবিত কর্মচারী যৌথ মঞ্চের উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় কমিটির নেতা বিজন দে’কে বদলির প্রতিবাদে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে ধর্নায় বসলেন কর্মচারী যৌথ মঞ্চের সদস্যরা।
সংগঠনের অভিযোগ, নিয়ম বিরুদ্ধ ভাবে তাকে বদলি করা হয়েছে। গত ৩ তারিখ থেকে ৪ তারিখ পর্যন্ত এই অবস্থান চলে। এতেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বদলির নির্দেশ বাতিল না করায় বুধবার রাত থেকে নিখোঁজ বিজন দে। পরিবার ও সংগঠনের দাবি, বদলির নির্দেশের ফলে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন। ঘটনার পর এদিন ফের অবস্থানে বসেন বিশ্ববিদ্যালয়ের যৌথ মঞ্চের সদস্যরা, সঙ্গে ছিলেন পরিবারের সদস্যরা। কর্মচারী যৌথ মঞ্চের উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় কমিটির সভাপতি দেবাশিষ দাস অভিযোগ করেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দুর্নীতি নিয়ে লাগাতার আন্দোলন গড়ে তোলায় সংগঠনকে দুর্বল করতে এই সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তার দাবি, এই বদলি সম্পূর্ণ নিয়মবিরুদ্ধ। যতক্ষণ না পর্যন্ত বদলির নির্দেশ প্রত্যাহার করা হয় ততক্ষণ তাদের এই আন্দোলন চলবে।
তিনি আরো বলেন, এই বদলি নিয়ে চরম মানসিক চাপে ছিলেন বিজন দে, বুধবার রাত ন’টা থেকে তাকে পাওয়া যাচ্ছে না, তার মোবাইল ফোন বন্ধ। তার আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধবের সঙ্গে যোগাযোগ তার কোন হদিশ পাওয়া যাচ্ছে না। যদিও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য চিরন্তন চট্টোপাধ্যায় জানিয়েছেন, “নিয়ম মেনে বদলি করা হয়েছে, আর তিনি যদি নিখোঁজ থাকেন তবে পুলিশ তার তদন্ত করবে”।