সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১৯ জানুয়ারি: ওন্দায় যুবক খুনের তিন দিনের মাধ্যেই কিনারা করলো পুলিশ। গতকাল এই ঘটনায় মূল আসামি সমীর ওরফে ফটিক দুলে’কে গ্ৰেপ্তার করেছে ওন্দা থানার পুলিশ।
গত ১৫ জানুয়ারি ওন্দায় মিশ্র পাড়ায় একটি পুকুরে এক মৃতদেহ ভেসে ওঠে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে।পরিচয়ে জানা যায় মৃত যুবক ওন্দার বাসিন্দা তরুণ মিশ্র(৪২)। মৃতদেহের বুকে ও গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন দেখে সন্দেহ দানা বাঁধে। মৃতর দাদা দুলাল মিশ্র ওন্দা থানায় মামলা দায়ের করে।
অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে। কোনও রকম সূত্র না থাকলেও পুলিশ জোরকদমে তদন্তে নেমে খুনের কিনারা করতে সমর্থ হয়। পুলিশ খুনের মূল আসামি ওন্দার সোনাপুকুর হাটগোড়ার বাসিন্দা সমীর দুলেকে গ্ৰেপ্তার করেছে। পুলিশের জেরায় সমীর তার দোষ কবুল করেছে বলে পুলিশ জানিয়েছে। আজ তাকে আদালতে পেশ করা হবে।