সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ৮ জানুয়ারি: দাদার দাহকার্য সেরে শ্মশানঘাট থেকে ফেরার পথে গাড়ি চাপা পড়ে প্রাণ হারালেন এক যুবক। শ্মশানযাত্রীদের সঙ্গে ফেরার সময় পিছন দিক থেকে একটি বড় কন্টেনার গাড়ি এসে শ্মশানযাত্রীদের ভিড়ে ঢুকে পড়ে। সঙ্গে সঙ্গে ঐ যুবক প্রাণ হারান। জখম হয়েছেন বেশ কয়েক জন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
গতকাল সন্ধ্যায় বাঁকুড়া- দুর্গাপুর ৯নং রাজ্য সড়কের বেলিয়াতোড় থানার কালবেড়িয়া মোড়ে এই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম সন্টু কর ৩৮। বাড়ি বেলিয়াতোড়। গুরুতর জখম ব্যক্তির নাম তরুণ বাউরি। তাকে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
শ্মশানযাত্রী সঞ্জয় পাল বলেন, সন্টুর গঙ্গাজলঘাঁটি থানার মেজিয়া বিদ্যুৎ প্রকল্প লাগোয়া লাগাপাড়ায় একটি জুয়েলারির দোকান ছিল। মঙ্গলবার ওর খুড়তুতো দাদা মারা যাওয়ার খবর পেয়ে বাড়ি আসেন। সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ শালি নদীর শ্মশানঘাটে দাহ কাজ সেরে একটি হোটেলে সমস্ত শ্মশানযাত্রীরা খাওয়া দাওয়া করে হেঁটে বাড়ি ফিরছিলেন। আচমকা পিছন দিক থেকে ওই কন্টেনার গাড়িটি কয়েক জনকে চাপা দিয়ে বেরিয়ে যায়। জখমদের বেলিয়াতোড় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক সন্টুকে মৃত বলে ঘোষণা করেন।
এই মর্মান্তিক দুর্ঘটনায় গোটা বেলিয়াতোড়জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। সন্টুর আরেক খড়তুতো ভাই খোকন কর বলেন, এলাকায় সন্টু অত্যন্ত ভদ্র ছেলে হিসেবে পরিচিত ছিল। ওর অশতিপর বৃদ্ধা মাকে নিয়ে ব্যবসাস্থলেই ভাড়া বাড়িতে থাকতো। এক সাথে দুই ভাই- এর মৃত্যুতে কর পরিবার গভীর শোকে ভেঙে পড়েছে।