পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৭ জানুয়ারি: জেলা প্রশাসনের উদ্যোগে ১লা জানুয়ারি থেকে ৮ জানুয়ারি পর্যন্ত জেলার প্রতিটি সরকারি স্কুলে “স্টুডেন্ট উইক” পালনের উদ্যোগ নেওয়া হয়। আজ নয়াগ্রাম প্রাথমিক বিদ্যালয়ে জেলাস্তরীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক পঞ্চায়েত, জেলা আধিকারিক, সর্বশিক্ষা মিশন, এবং অন্যান্য অতিথিরা। এই স্টুডেন্টস উইক উপলক্ষে জেলার বিভিন্ন স্কুলের ১৬ জন টপারকে ল্যাপটপ এবং অন্যান্য উপহার সামগ্রী দেওয়া হয়। আয়োজন করা হয় বিভিন্ন সৃজনশীল অনুষ্ঠান এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। এর পাশাপাশি বিদ্যালয়গুলির ছাত্র ছাত্রীরা বিভিন্ন সমাজসেবামূলক এবং সমাজ সচেতনতামূলক কর্মসূচিতে অংশগ্রহণ করে। এই ধরনের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে খুশি কচিকাঁচারা।