আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১১ অক্টোবর:
মহা অষ্টমীর সকালে আবার সক্রিয় হলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। হানা দিল ইছাপুরে তৃণমূল কাউন্সিলরের বাড়িতে। রেশন বন্টন দুর্নীতি মামলায় ইতিমধ্যেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে গ্রেফতার হয়ে রয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এবার রেশন দুর্নীতি তদন্তে প্রাক্তন খাদ্য মন্ত্রীর সহায়ক মৃন্ময় কাশ্যপীর বাড়িতে অষ্টমীর সকালেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি।
মৃন্ময় কাশ্যপী উত্তর ব্যারাকপুর পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শ্রাবণী কাশ্যপীর স্বামী। কয়েক মাস ধরেই রেশন দুর্নীতি মামলায় তৃণমূল কাউন্সিলরের এই স্বামীকে নজরে রেখেছিল কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা। আজ আচমকা উত্তর ব্যারাকপুর পুরসভার তৃণমূল কাউন্সিলরের বাড়িতে হানা দেয় তদন্তকারীরা। দীর্ঘ বেশ কয়েক ঘন্টা ধরেই কাউন্সিলের বাড়িতে তল্লাশি চালান ইডি আধিকারিকরা। সেই সঙ্গে কাউন্সিলরের ফ্ল্যাটের চারপাশ ঘিরে রাখে কেন্দ্রীয় বাহিনীর জাওয়ানরা।