Dileep Ghosh, Girl Child, “দেশের মেয়েরাই আমাদের ভবিষ্যৎ”, আন্তর্জাতিক শিশুকন্যা দিবসে বার্তা দিলীপের

আমাদের ভারত, ১১ অক্টোবর: “আমাদের দেশের মেয়েরাই আমাদের ভবিষ্যৎ। তাদের যত্ন সহকারে লালনপালন করা এবং একটি সুন্দর সমাজ উপহার হিসাবে দেওয়া আমাদের দায়িত্ব।” শুক্রবার আন্তর্জাতিক শিশুকন্যা দিবসে এক্স হ্যান্ডলে এই বার্তা দিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ।

তিনি লিখেছেন, “নারীর ক্ষমতায়ন ও দেবী পূজার দেশ পশ্চিমবঙ্গে আজ নারীর বিরুদ্ধে অপরাধের সংখ্যা সবচেয়ে বেশি। ধর্ষণ, নারী পাচার, গার্হস্থ্য হিংসতা এবং ৪৮,০০০ এরও বেশি বিচারাধীন মামলা আদালতে চলছে।

প্রতিশ্রুতি অনুযায়ী ফাস্ট-ট্র্যাক আদালত এখনও রাজ্য সরকার প্রতিষ্ঠা করেনি। বাকি ব্যবস্থাগুলিও যথাযথভাবে প্রয়োগ করা হয় না। এটি একটি অত্যন্ত গুরুতর উদ্বেগের বিষয়, এবং এটি আমরা যে বাংলা চাই তা নয়। তাদের অধিকার রক্ষা করা আমাদের কর্তব্য।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *