Amit Shah, Jaiprakash Narayan, “গণতন্ত্রের জাগ্রত অভিভাবক”, জয়প্রকাশ নারায়ণকে শ্রদ্ধা অমিত শাহর

আমাদের ভারত, ১১ অক্টোবর: “গণতন্ত্রের জাগ্রত অভিভাবক জয়প্রকাশ নারায়ণজির জীবন কাহিনী আমাদের সকলকে সংবিধান ও গণতন্ত্র রক্ষার পথে সর্বদা অনুপ্রাণিত করবে।” শুক্রবার এক্সবার্তায় এ কথা লিখেছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

অমিতবাবু লিখেছেন, “মহান স্বাধীনতা সংগ্রামী, ‘সম্পূর্ণ ক্রান্তি’-র জনক লোকনায়ক জয়প্রকাশ নারায়ণজি দেশব্যাপী জরুরি অবস্থা বিরোধী আন্দোলন করেছিলেন। তাঁকে তাঁর জন্মবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি জানাই।

লোকনায়ক তাঁর নির্ভীকতা দিয়ে স্বাধীনতা আন্দোলনে প্রেরণা দিয়েছিলেন, তিনি স্বাধীনতার পরে গণতান্ত্রিক মূল্যবোধ সংরক্ষণ ও প্রচারে অসামান্য ভূমিকা পালন করেছিলেন। জয়প্রকাশজি, যিনি জরুরি অবস্থার সময় গণতন্ত্র রক্ষার প্রতীক হিসাবে আবির্ভূত হয়েছিলেন, দেশের স্বার্থে যুবসমাজকে সংগঠিত করেছিলেন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *