Durga Puja, Gardenrich, গার্ডেনরিচ এলাকায় দুর্গাপুজোয় হামলার অভিযোগ ঘিরে উত্তেজনা

আমাদের ভারত, কলকাতা, ১১ অক্টোবর: গার্ডেনরিচ এলাকায় একটি দুর্গাপুজোয় হামলার অভিযোগ উঠেছে। শুক্রবার সামাজিক মাধ্যমে ক্রমেই ছড়াচ্ছে সেটির ভিডিয়ো। সক্রিয় হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। এদিন রাত ৮টায় তাঁর এই পোষ্টে লাইক, মন্তব্য ও শেয়ার হয়েছে যথাক্রমে ৭ হাজার, ১ হাজার ৪০০, ৩ হাজার ২০০। পোষ্ট করার ২ ঘন্টার মধ্যে দেখেছেন ২ লক্ষ ২৩ হাজার নেটনাগরিক।

শুভেন্দুবাবু থানায় সিলমোহর-সহ থানায় গৃহিত অভিযোগকারী ক্লাবের চিঠি এবং ভিডিয়ো-সহ সামাজিক মাধ্যমে লিখেছেন, “আজ কলকাতা পুলিশের অধিক্ষেত্রের অঙ্গীভূত গার্ডেনরিচ এলাকার নিউ বেঙ্গল স্পোর্টিং ক্লাবের দুর্গাপুজোয় দুষ্কৃতীদের বিনা প্ররোচনায় হামলা এবং পূজো বন্ধ করতে হবে নইলে মায়ের মূর্তি, মণ্ডপ সহ পুরো প্যান্ডেল ভাঙ্গচুর করার হুমকি দেওয়া হয়।

ক্লাব কর্তৃপক্ষ ইতিমধ্যেই গার্ডেনরিচ থানায় অভিযোগ দায়ের করেছেন। আমি কলকাতা পুলিশের সিপি মাননীয় শ্রী মনোজ কুমার বর্মার কাছে দাবি করছি, এই ঘটনায় জড়িত সকলকে অবিলম্বে গ্রেফতার করে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে। এই নোংরা মানসিকতা ও ধর্মীয় অনুষ্ঠানে বাধা দেওয়ার প্রচেষ্টার আমি তীব্র নিন্দা করি। দুষ্কৃতীদের এমন প্রবণতা দিনের পর দিন বেড়েই চলেছে, এদের বোঝাতে হবে যে এটা কলকাতা, ঢাকা নয়।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *