আমাদের ভারত, ঝাড়গ্রাম, ২১ নভেম্বর:
ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক বৃদ্ধের। ঘটনাটি ঘটেছে আজ সন্ধ্যা ৬টা নাগাদ ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম থানার আমডিহাতে।
স্থানীয় সুত্রে,জানা গেছে, ওই বৃদ্ধ সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেনl সেই সময় ওড়িশার দিক থেকে আসা একটি বালি বোঝাই ট্রাক্টর পিছন থেকে তাকে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে সাইকেল সহ রাস্তার উপর পড়ে যান ঐ বৃদ্ধ। ট্রাক্টরের চাকা বৃদ্ধের উপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।
স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত বৃদ্ধের নাম গুইরাম হেমব্রম (৬৬)। বাড়ি নয়াগ্রামের চিলকাপদা গ্রামে।
খবর পেয়ে ঘটনাস্থলে আসে নয়াগ্রাম থানার পুলিশ। মৃত দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে যায়। ঘাতক ট্রাক্টরটি ও চালককে আটক করা হয়েছেl