মেষ :– নিজ স্বার্থ রক্ষার তরে, চেষ্টা করবেন কারো ক্ষতি না হয়। পরিবারিক সম্পত্তির ভাগ বাটোয়ারা করে সকলের মধ্যে সুসম্পর্ক বজায় রাখুন সকলে খুশী হবেন ও ভালো থাকবেন। ব্যবসার উন্নতির জন্য, সফল হবেন। ছাত্র-ছাত্রীদের পরীক্ষায় সফলতা আসবে।
বৃষ :– পেটের গোলযোগ থেকে সাংঘাতিক কিছু ঘটতে পারে। চিকিৎসকের পরামর্শ গ্রহন করুন। স্ত্রী ও সংসারে একটু নজর দিন অভিমানে মনোমালিন্য ঘটতে পারে। আদালতে না যাওয়ার চেষ্টা করুন। ব্যবসায় ভালো চলবে আর্থিক দিকে শুভ, ঋণ নিতে পারেন।
মিথুন :– যানবাহন নিয়ে সতর্ক ভাবে চালাবেন অহেতুক রেষারেষি করবেন না।জীবন নিয়ে হটকারী খেলার নেশায় মাতামাতি করবেন না। প্রেমিক প্রেমিকা দের দীর্ঘদিনের আশা পূরণ হবে উভয়েরই পারিবারিক দিক থেকেহ বিবাহের কথা পাকা করে বিবাহের ব্যবস্থা করবেন।
কর্কট :– গুপ্ত শত্রু বিবাহ নিয়ে গুজব ছড়াতে পারে সাবধানে সতর্ক দৃষ্টিতে সকলকে দেখুন, সঠিক প্রমাণ ছাড়া কাউকে দোষারোপ করবেন না। ছাত্রছাত্রীদের নামীদামী স্কুলে ভর্তির ব্যাপারে অভিভাবকদের সামান্য টেনশান থাকবে। পরীক্ষার হলে কারো সাথে কথা বলে হেনস্থা হতে পারেন সাবধান হওয়া দরকার।
সিংহ :– কাউকে কথা দিয়ে কথা না রাখতে পারার জন্য মানসিক চাপ ও অপরাধ বোধ মনটাকে কুরেকুরে খাবে। প্রেমে আঘাত পেতে পারেন সম্পর্ক বিছিন্ন করার আগে ভাববেন নিজের মন থেকে না পরিবারের চাপে এই নির্মম সিদ্ধান্ত নিচ্ছেন। শিক্ষা ক্ষেত্রে শুভ টেস্ট পরীক্ষা ভালই হবে।
কন্যা :– দাম্পত্য কলহ সামান্য হলেও থাকবে মান অভিমানের পালা চলবে। ব্যবসায়িক দিকে নতুন কারবারে যারা নেমেছেন তাদের সাফল্য লাভ আসবেই। হার্ডওয়্যার এর ব্যবসায় দারুন লাভবান হবেন, আশাতীত ফল পাবেন ঠিকাদারীতে। চাকুরী জীবীদের আর্থিক উন্নতি হবে ও বদলী হতে পারেন। ছাত্রছাত্রীদের বেশী বন্ধু থাকলে পড়াশুনায় ক্ষতি হবে।
তুলা :– প্রেমের দিক শুভ হলেও সামান্য কিন্তু কিন্তু ভাব বা বাধা বাধা ভাব থাকবে, মনটা উদাস উদাস ভাব, মনের সব কথা খুলে কাউকে বলতে পারবেন না। বিবাহ শীঘ্রই হবে।কারবারে লাভ লোকসান একটু ভাবাবে। পড়াশোনাতে মনোযোগের অভাব লক্ষ্য করা যাবে।
বৃশ্চিক :– সুদের কারবারী দের আর্থিক দিকে ফুলে ফেঁপে উঠবে। শিক্ষায় রাষ্ট্রীয় সম্মান পেতে নাম অনুমোদন হতে পারে। উচ্চ শিক্ষায় দূরে যাত্রা করতে হোতে পারে। নূতন কিছু উদ্ভাবন বা আবিস্কার করে মান সম্মান যশ প্রতিষ্ঠা লাভ হতে পারে।
ধনু :– বিদেশী বিশ্ববিদ্যালয়ে বা মহাবিদ্যালয়ে ভর্তির ব্যাপারে ছাত্র ছাত্রীদের একটু চাপ থাকবে তবে তা কেটে ও যাবে দুঃশ্চিন্তার কোন কারন নেই। সন্তানের শিক্ষার জন্য আর্থিক দিকে ব্যয় বৃদ্ধি পেতে পারে। বয়স্ক গুরুজনদের শারীরিক দিকে নজর রাখুন।
মকর :– ব্যবসায়িকদের লাভ লোকসান বেশ চিন্তার কারণ হবে। ফলের ব্যবসায়ীরা লাভবান হবেন। পরীক্ষার্থীরা ভালো পরীক্ষা দেবেন, বন্ধু আর মোবইল থেকে দূরে থাকলেই ভালো। অভিভাবকরা সন্তানের ব্যপারে সতর্ক হবেন।
কুম্ভ :– হঠাৎ পরিচয়ে কারো সাথে প্রেমে জড়িয়ে নিজের ক্ষতির কারন হতে পারে ফেসবুক হোয়াটসঅ্যাপ থেকে সাবধান দুষ্টু বদমাস লোকেরা ফাঁদ পেতে বসে আছে প্রেমের ফাঁদে ফেলবে বলে। পাহাড়ী এলাকায় ভ্রমনের জন্য বা মধুচন্দ্রিমায় যেতে পারেন।
মীন :– আইন ব্যবসায়ীদের আর্থিক দিকে বিশেষ উন্নতি ঘটবে মান সম্মান বৃদ্ধি পাবে। যানবাহনের কারবারী বা যানবাহন মিস্ত্রী দের আর্থিক উন্নতি ঘটবে। ব্যবসায়ে উন্নতির জন্য কর্মচারী নিয়োগ করতে পারেন সুফল পাবেন। ছাত্র-ছাত্রীদের স্থির মনে পরীক্ষা দেওয়া উচিত, তাহলে পরীক্ষা খুবই ভালো হবে।