আমাদের ভারত, বাংলাদেশ, ২৯ ডিসেম্বর: সম্মিলিত সনাতনী জাগরণী মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীর আশু মুক্তির দাবি জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।
রবিবার বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মণীন্দ্র কুমার নাথ এক প্রেস বিবৃতিতে জানান, পরিষদের কেন্দ্রীয় কমিটির প্রভু চিন্ময় সহ ১৯ জনের বিরুদ্ধে রুজুকৃত রাষ্ট্রদ্রোহীর মিথ্যা ও হয়রানীমূলক মামলা থেকে তাদের সকলকে অব্যাহতি দানের জন্যে সরকারের কাছে জোর দাবি জানানো হয়েছে।”
প্রসঙ্গত, চিন্ময় কৃষ্ণ দাসের জামিন মামলার শুনানি একাধিক দিন হয়নি। কারণ চট্টগ্রাম আদালতে কোনও আইনজীবী আসছেন না। সেই পরিস্থিতিতে আগামী ২ জানুয়ারি হিন্দু সন্ন্যাসী তথা বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্রের জামিনের মামলার শুনানির দিন ধার্য করা হয়েছে। সংশ্লিষ্ট মহলের দাবি, প্রাণ ভয়ে চিন্ময় প্রভুর হয়ে কোনও আইনজীবী সওয়াল করতে আসছেন না। আদালতে এলে তাঁদের উপরে হামলা চালানো হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন চিন্ময় প্রভুর এক আইনজীবী। এমনকী ইসকন কলকাতার সহ-সভাপতি এবং মুখপাত্র রাধারমণ দাস দাবি করেছেন যে, চিন্ময় প্রভুর আইনজীবীর উপরে মৌলবাদীরা হামলা চালিয়েছে। তার জেরে আইসিইউতে ভর্তি আছেন তিনি। আর সেই পরিস্থিতিতে নিজের প্রাণের ঝুঁকি নিয়ে কোনও আইনজীবী চট্টগ্রাম আদালতে আসছেন না বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।