সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ৩০ ডিসেম্বর: এক দলছুট হাতির হানায় গুরুতর আহত এক যুবক। গতকাল সন্ধ্যায় জেলার জয়পুর রেঞ্জের গোঁসাইপুর গ্রামে এই ঘটনা ঘটে। আহত যুবকের নাম নবীন বিশ্বাস।তাকে গুরুতর আহত অবস্থায় বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানাগেছে, যে রবিবার সন্ধ্যায় গোঁসাইপুর গ্রাম সংলগ্ন ফুটবল মাঠ থেকে গ্রামের কয়েক জন যুবক বাড়ি ফিরছিলেন। সেই সময় তারা হাতিটির সামনে পড়ে যান। হাতিটিকে দেখে সকলেই গ্রামের দিকে ছুট দেয়। কিন্তু হাতির মুখের সামনে পড়ে যান নবীন। দলছুট হাতিটি তাকে ধরে পায়ে করে লাথি মারে। গ্রামবাসীদের তাড়া খেয়ে হাতিটি জঙ্গলের দিকে পালিয়ে যায়। আহত নবীন বিশ্বাসকে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। আপাতত সেখানেই তার চিকিৎসা চলছে।
উল্লেখ্য, রবিবার সকাল থেকে বাঁকুড়ার রানীবাঁধ ব্লকের গোঁসাইডিহি গ্রাম লাগোয়া জঙ্গলে বাঘিনি জিনাতকে ধরতে তৎপর ছিল বন দফতর। বাঁকুড়া জেলার বনকর্তাদের নজর ছিল সেদিকে, আর বনকর্মীদের অধিকাংশ মোতায়েন করা হয়েছিল সেখানে। এর মাঝেই ঘটে যায় এই ঘটনা।