“অবৈধভাবে মাটি কাটা বন্ধ হরিপুর গ্ৰাম পঞ্চায়েতের মেথির ডাঙ্গা ভাগীরথীর পাড় এলাকায়,” “দাবি পঞ্চায়েত সদস্য রূপম মান্নার

আমাদের ভারত, ৩১ ডিসেম্বর: শান্তিপুরের হরিপুর গ্রাম পঞ্চায়েতের মেথির ডাঙ্গা ভাগীরথীর পাড়ের খাস জমি থেকে অবৈধভাবে রাতের অন্ধকারে মাটি কাটা বর্তমান পঞ্চায়েত বোর্ড গঠনের পর থেকে সম্পূর্ণ বন্ধ, দাবি পঞ্চায়েত সদস্য রূপম মান্নার। যদিও বিগত দুই বছর আগে এলাকায় প্রায় শোনা যেত, বাঁধের ধারে গাছ কাটা, ভাগীরথীর পাড় এলাকায় মাটি কাটা চলতো জোর কদমে। একাধিক বার রাস্তা অবরোধ থেকে শুরু করে অনেক আন্দোলন হয়েছিল। তবে এই মাটি রাতের অন্ধকারে কাটতো কে? যদিও বর্তমান পঞ্চায়েত সদস্য তথা ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি রূপম মান্নার বিরুদ্ধে গত কয়েকদিন আগেই রাতের অন্ধকারে জেসিবি দিয়ে মাটি কেটে তা বিক্রির অভিযোগ উঠেছিলো। তবে রূপম মান্নার দাবি, রাস্তার কাজের জন্য দশ থেকে পনেরো ট্র্যাক্টর মাটি ধার বাবদ দিয়েছিলাম। কোনো মাটি বিক্রি করেনি।

তবে হরিপুর গ্রাম পঞ্চায়েতের অন্য সদস্য অসীম বালা বলেন, নতুন করে মাটি কাটার কাজ বন্ধ রয়েছে, এরজন্য প্রশাসনকে ধন্যবাদ জানাই। তবে এলাকায় মানুষ জানে মাটি কে কাটতো। যদিও এলাকার মানুষের দাবি, রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হয়েছে রুপম মান্না। তাকে ফাঁসানো হয়েছে।

তবে হরিপুর গ্রাম পঞ্চায়েতের বিরোধী দল নেতা সদানন্দ হালদার কটাক্ষ করে বলেন, রূপম মান্নার বিরুদ্ধে ভুরিভুরি অভিযোগ রয়েছে। দল কোনো ব্যবস্থাই নেয়নি রূপমের বিরুদ্ধে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *