পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৩০ ডিসেম্বর: সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের মাণিকপুর মৌজার সুদাম পুকুরের প্রশান্ত ঘোষের বাড়ি থেকে শম্ভুনাথ ঘোষের বাড়ি (নুতন শিশু হাসপাতাল) পর্যন্ত ঢালাই রাস্তার নির্মাণ প্রকল্পের সূচনা করা হয়।
জানা গিয়েছে, এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি পূরণ হয়েছে। এদিন এর সূচনা করেন বিধায়ক দিনেন রায়, মেদিনীপুর পৌসসভার ভাইস চেয়ারম্যান প্রদ্যুৎ ঘোষ সহ মেদিনীপুর বিধানসভার বিধায়ক সুজয় হাজরা,পৌরসভার পূর্ত দফতরের সিআইসি সৌরভ বসু, এছাড়াও উপস্থিত ছিলেন অন্যান্য তৃণমূল নেতা- কর্মীরা। তবে দীর্ঘদিন বাদে এলাকাবাসীদের দাবি পূরণ হওয়ায় খুশি এলাকার মানুষজন।