Arjun Singh, Partha Bhaumik, “এবার এই সব দুর্নীতির ফাইল আমি টেনে বের করবো, কারণ আমি এখন তৃণমূলে আর নেই,” পার্থ ভৌমিককে পালটা দিলেন অর্জুন সিং

আমাদের ভারত, ব্যারাকপুর, ১৯ মার্চ: ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক ও বিজেপির বিদায়ী সাংসদ অর্জুন সিং’য়ের আক্রমণ ও প্রতি আক্রমণে সরগরম রাজ্য রাজনীতি।

আগামী ২০ মে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে নির্বাচন। তার আগে সোমবার জগদ্দল বিধানসভা তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে আয়োজিত হলো দলীয় প্রার্থীর সমর্থনে কর্মী সম্মেলন। আজকের এই কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক। এদিনও পার্থ ভৌমিক অর্জুন সিং’কে তার বন্ধু বলে সম্বোধন করে ভালো থাকার বার্তা দেন। সেই সঙ্গে তার বিরুদ্ধে অর্জুন সিং’য়ের আনা দুর্নীতি ও সন্দেশখালির শেখ শাহজাহানের সাথে তার যোগ নিয়ে অর্জুন সিংকে এক হাত নেন। তিনি আজুন সিং’য়ের বিরুদ্ধে পাল্টা অভিযোগ করে বলেন, “আমি একজন শিক্ষিত পরিবারে ছেলে। আমি কোনো দুর্নীতি, কোনো বেআইনি কাজ করলে আমার পরিবার আমাকে ক্ষমা করবে না। অর্জুন আমার বিরুদ্ধে যে সমস্ত দুর্নীতির অভিযোগ আনছে তার উপযুক্ত তথ্য প্রমাণ যদি দিতে পারে তাহলে আমি সমস্ত পদ থেকে ইস্তফা দেব। তবে আমার বিরুদ্ধে বিপুল সম্পত্তি করার যে অভিযোগ অর্জুন সিং আনছে, তাহলে উনি সামান্য লাড্ডুর কারখানা থেকে এতো সম্পত্তি, প্রভাব প্রতিপত্তি করলেন কিভাবে সেটাও জানাক সবাইকে।”

পার্থ ভৌমিকের এই চ্যালেঞ্জের প্রেক্ষিতে মঙ্গলবার অর্জুন সিং আবারো বিস্ফোরক দাবি করলেন। তাঁর অভিযোগ, “পার্থ ভৌমিক ভালো সাজলেও ভালো কিন্তু হবেন না। পার্থবাবু কি এমন কাজ করেন যে তার এতো পেট্রোল পাম্প, ফ্ল্যাট জমি হয়ে গেল? শেখ শাহজাহান, শিবু
হাজরারা কি করে কারোর বিনা মদতে নৈহাটিতে বিঘার পর বিঘা জমি কিনে নিল। এখন দলিল বের হচ্ছে তাই ওসব বলছে পার্থ ভৌমিক। তদন্ত শুরু হলে সব কিছু সামনে চলে আসবে। আর আমি তো ব্যবসা করি, তার সঠিক ট্যাক্স দিয়ে দিই। আর এবার এই সব দুর্নীতির ফাইল আমি টেনে বের করবো, কারণ আমি এখন তৃণমূলে আর নেই।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *