আমাদের ভারত, ৪ জানুয়ারি:চুক্তি চাষ নিয়ে দেশজুড়ে কৃষকদের মনে যে আশঙ্কা তা অমূলক। নতুন কৃষি আইন থেকে কোনোরকম অনায্য সুবিধার তারা নিতে আগ্রহী নয় বলে নিজেদের অবস্থান স্পষ্ট করল রিলায়েন্স ইন্ডিয়া লিমিটেড। রীতিমতো বিবৃতি জারি করে রিলায়েন্স তার অবস্থান স্পষ্ট করল।
তারা জানিয়েছে চুক্তি ভিত্তিক কৃষিকাজে তারা কোনো রকম আগ্রহী নন।
রিলায়েন্স জানিয়েছে, অতীতে তারা কখনো চুক্তি চাষের ব্যবসায় ঢোকেনি এবং আগামী দিনেও তারা ঢুকবে না।
রিলায়েন্স বিবৃতিতে লিখেছে সংগঠিত খুচরো ব্যবসায় বাজারে তাদের ধারে কাছে কেউ নেই। তাদের বক্তব্য ফলমূল-শাকসবজি নিত্যপ্রয়োজনীয় জিনিস জামাকাপড় ওষুধ বৈদ্যুতিক সরঞ্জাম খাদ্যশস্য সব কিছু বিক্রি করলেও তা তারা কৃষকদের থেকে সরাসরি কেনেন না। বরং এজেন্টরাই তা সরবরাহ করেন। কৃষকরা যাতে ন্যূনতম সহায়ক মূল্য পান সে ব্যাপারে এজেন্টের কড়া নির্দেশ দেওয়া রয়েছে বলে দাবি ও সংস্থার।
কৃষকদের পাশে দাঁড়িয়ে রিলায়েন্স আশ্বস্ত করে যে বিবৃতি দিয়েছে তাহলো—তারা চুক্তিচাষ বা কর্পোরেট ফার্মিং-এ ঢুকবে না। কৃষকদের থেকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষি জমি কিনে নেবে না। কৃষকদের থেকেই সরাসরি শস্য কিনবে না। ফল, আনাজ,কৃষিজাত দ্রব্য কেনার ক্ষেত্রেও তারা কোনভাবেই কৃষকদের স্বার্থ বিঘ্নিত হতে দেব না। ১.৩ বিলিয়ন ভারতবাসীর অন্নদাতা যে কৃষক সমাজ তাদের প্রতি গভীর শ্রদ্ধা পোষণ করে রিলায়েন্স এমন কিছু করবে না যাতে দেশের কৃষকরা বিপন্ন হয়ে পড়েন। বরং তারা কৃষকদের সার্বিক ক্ষমতায়নের দিকে নজর রাখবে।
এছাড়াও ওই বিবৃতিতে তারা জানিয়েছেন কেন্দ্রীয় কৃষি আইনের বিরোধিতা করতে গিয়ে কৃষকরা রিলায়েন্স এর নামে যে অপবাদ রটিয়েছে কিংবা কোথাও কোথাও কোম্পানির অফিস ভাঙচুর করেছে তার বিরুদ্ধে পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টে মামলা দায়ের করা হবে। তাদের অফিস ও কর্মীদের সুরক্ষার জন্যই এই মামলা করা হবে। শুধু পাঞ্জাবেই তাদের ১৫০০টেলিকম টাওয়ার নষ্ট করেছে বিক্ষুব্ধ কৃষকরা।