দুঃস্থ ভবঘুরে ও প্রান্তিক মানুষদের নিয়ে চড়ুইভাতি তপশিল উৎক্ষান ও হিন্দু জাগরণ মঞ্চের

সুশান্ত ঘোষ, উত্তর ২৪ পরগণা, ৪ জানুয়ারি: প্রান্তিক পিছিয়ে পড়া মানুষদের নিয়ে বনভোজনের আয়োজন করল উত্তর ২৪ পরগনা জেলার হাবরা থানার মছলন্দপুরের তপশিল উৎক্ষান ও হিন্দু জাগরণ মঞ্চের সহযোগিতায়। বনভোজন শেষে প্রত্যেকের হাতে তুলে দেওয়া হয় শীত বস্ত্র। এতেই খুশি’ প্রায় এলাকার সাড়ে তিনশো পিছিয়ে পড়া মানুষ। উত্তর ২৪ পরগনা জেলার হাবড়া থানা উপনে কালীতলা এলাকার বাসিন্দা সুবোধ কুমার টিকাদার নেতৃত্বে এই আয়োজন। স্বেচ্ছায় অবসর নেওয়ার পর পিছিয়ে পড়া মানুষদের নিয়ে কাজ করে চলেছেন সুবোধবাবু। এলাকার পিছিয়ে পড়া মানুষদের নিয়ে তাই এক বনভোজনের আয়োজন করলেন রবিবার দুপুরে।

গ্রামীন পরিবেশের মধ্যে। খাওয়া-দাওয়ার পর স্বভাবতই খুশি পিছিয়ে পড়া পুরুষ ও মহিলারা। আগামী দিনে সুবোধবাবুর ইচ্ছা রয়েছে এই পিছিয়ে পড়া মানুষদের এলাকার বাইরে ঘুরতে নিয়ে গিয়ে বন ভোজনের আয়োজন করবেন।

সুবোধবাবু সাংবাদিকদের জানান, এই রকম অনুষ্ঠানের আয়োজন করতে পেরে এবং পিছিয়ে পড়া মানুষদের পাশে দাঁড়াতে পেরে আত্মসন্তুষ্টি অনুভব করছি।

গাইঘাটা থেকে পিকনিক করতে আসা গীতা রানী বালা জানান, এই প্রথম তিনি পিকনিক করতে এসেছেন। এখানে সারা দিন আনন্দ করতে পেরে খুশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *