ফের সংঘর্ষের আশঙ্কা সীমান্তে, ভারতীয় সেনা ছাউনির সামনেই‌ ট্যাঙ্ক মোতায়েন করেছে চিন

আমাদের ভারত, ৪ জানুয়ারি: চিন আবারও একবার শান্তি পরিবেশে ব্যাঘাত ঘটাতে চাইছেন বলে মনে করা হচ্ছে। গত কয়েক মাস ধরে লাগাতার অনুপ্রবেশের চেষ্টা চালিয়ে গেছে লাল ফৌজ। আর এর থেকে বারবার স্পষ্ট হয়েছে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর শান্তি বজায় রাখতে চায় না চিন। পূর্ব লাদাখে আবারও উত্তেজনার সৃষ্টি হয়েছে। ভারতীয় সেনার দখলে থাকা শৃঙ্গের সামনেই পিপলস লিবারেশন অফ আর্মি ট্যাঙ্ক মোতায়েন করেছে।

একটি ভিডিওর মাধ্যমে চিনা ট্যাঙ্কগুলিকে স্পষ্ট দেখা গেছে। ওই ভিডিও ঘিরে এখন প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর অশান্তির বাতাবরণ তৈরি হয়েছে। রেজাংলা, রেচিনলা, মুখৌশ্রী এলাকায় নিদেন পক্ষে ৩০-৩৫টি ট্যাঙ্ক মোতায়েন করেছে চিন।

অথচ গত বছর ২৯ ও ৩০ আগস্ট ওই এলাকার একাধিক শৃঙ্গ পুনরায় দখলছ নিয়ে ছিল ভারতীয় সেনা। ভারতীয় সেনার দখল করা সেই শৃঙ্গ গুলির মুখোমুখি ট্যাঙ্ক মোতায়েন করেছে চিন। ফলে যেকোন মুহূর্তে সেখানে সংঘর্ষে পরিস্থিতি তৈরি হবার সম্ভাবনা রয়েছে।

অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি হালকা ওজনের ট্যাঙ্কগুলি ভারতীয় সেনার পোস্টগুলোর ঠিক সামনেই রাখা হয়েছে। ট্যাঙ্ক গুলি ভারতীয় সেনার ছাউনি গুলোর দিকেই তাক করা রয়েছে। তবে যেকোনো সময় চিনা সেনাকে পাল্টা জবাব দিতে তৈরি ভারতীয় জওয়ানরাও। রণসাজে সুসজ্জিত রয়েছে ভারতীয় সেনা ছাউনিগুলিও। এর আগে ১৭হাজার ফিট উঁচুতে ট্যাঙ্ক মোতায়েন করেছিল ভারতীয় সেনা। তারপর আর সেখান দিয়ে অনুপ্রবেশের চেষ্টা করেনি লাল ফৌজ।

রেজাংলা সহ বেশ কয়েকটি এলাকার পোস্টে ট্যাঙ্ক রেখেছিল ভারতীয় সেনা। কিছুদিন আগেই প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছিলেন লাদাখে ভারতীয় সেনা যেভাবে চিনকে সামলাচ্ছে সেটা উদাহরণ গোটা বিশ্বের কাছে। যেকোনো পরিস্থিতিতে হামলার জবাব দিতে ভারত সব সময় তৈরি বলেও হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি।

তবে ভারতীয় সেনা তরফে বরাবরই শান্তির বার্তা দেওয়া হয়েছে চিনকে। কিন্তু একের পর এক আলোচনার পর এখনো পর্যন্ত সম্পূর্ণ শান্তি সীমান্তে ফেরেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *