স্বাধীনতা আন্দোলনে সবচেয়ে বেশি যোগদান ছিল পশ্চিমবঙ্গের মানুষের অথচ এখানকার কোনও মন্ত্রীই উন্নতির কথা বলে না, নদিয়ায় বললেন কেন্দ্রীয় মন্ত্রী সঞ্জীব বলিয়ান

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ৮ ডিসেম্বর:
স্বাধীনতার সময় পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি মানুষ স্বাধীনতার লড়াইয়ে যোগদান করেছিল। কিন্তু সেই পশ্চিমবাঙ্গের এখন কোনও মন্ত্রী উন্নতির কথা বলে না। নদিয়ার কৃষ্ণনগরে এসে এমন কথাই বললেন কেন্দ্রীয় মন্ত্রী সঞ্জীব বলিয়ান।

তিনি বলেন, পশ্চিমবাংলায় এখন কোনও মন্ত্রী উন্নতির কথা বলে না। সাড়ে ছ’বছর ধরে কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে আছেন তিনি। তাঁর অভিযোগ, এই সাড়ে ছয় বছরে তাঁর কাছে কোনও মন্ত্রী বা অফিসার পশ্চিমবঙ্গের উন্নতির জন্য কোনও জনহিতকর প্রকল্প নিয়ে কথা বলতে আসেননি। পাশাপাশি তিনি আরও অভিযোগ করেন, যে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনহিতকর যোজনা মানুষের কাছে তুলে ধরছে না রাজ্য সরকার। এমনকি যেখানে পশ্চিমবঙ্গে মাছ চাষে প্রথম স্থানে আসার কথা ছিল সেখানেও দুর্ভাগ্যবশত এখনও পর্যন্ত কেন্দ্রীয় সরকারের কাছে রাজ্য সরকার মাছ চাষের জন্য কোনও রকম প্রকল্প নিয়ে আলোচনা করেনি। তিনি বলেন, একটা সময় ছিল যখন পশ্চিমবঙ্গ, বিহার, উত্তর প্রদেশকে অনুন্নয়নের দিক থেকে সমান ভাবে দেখা হতো। কিন্তু আজ বিহার এগিয়ে গেছে, উত্তর প্রদেশের অবস্থার অনেক উন্নতি হয়েছে কিন্তু পশ্চিমবঙ্গের কোনও উন্নতি হয়নি। তাঁর আরও অভিযোগ, এখনও এখানকার মানুষ মাটির ঘরে থাকে। এমনকি সবার শৌচাগার পর্যন্ত নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *