আশিস মণ্ডল, বোলপুর, ১৭ এপ্রিল: আরও একটি নতুন ট্রেন পেল আমোদপুর– কাটোয়াবাসী। নতুন এই মেমু স্পেশাল ট্রেন শুক্রবার থেকে যাত্রা শুরু করবে বলে রেল সূত্রে জানা গিয়েছে।
প্রসঙ্গত, ১৯১৭ সালের ২৯ সেপ্টেম্বর আমোদপুর– কাটোয়া ন্যারোগেজ রেলপথ যাত্রা শুরু করে। ২০১৩ সালের ১৪ জানুয়ারি ন্যারোগেজ ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এরপর শুরু হয় ব্রডগেজ লাইনের কাজ। ২০১৮ সালের ২৪ মে ন্যারোগেজ থেকে ব্রডগেজে উন্নীত হয়ে ট্রেন চলাচল শুরু হয়। পরে আরও একটি ট্রেন দেওয়া হয় ওই লাইনে। এরপরও পরিষেবার তেমন কোন উন্নতি হয়নি বলে অভিযোগ ছিল ওই রুটের বাসিন্দাদের। প্রথম দিকে একটি ট্রেন দিনে একবার যাতায়াত করত। দুটি ট্রেন দিনে ৪ বার যাওয়া আসা করে। এলাকার মানুষের দাবি ছিল, সরাসরি হাওড়া কিম্বা শিয়ালদহ যাওয়ার ট্রেনের। পাশাপাশি ট্রেন বৃদ্ধির দাবিও জানিয়ে আসছেন যাত্রীরা। সেই দাবি মেনে শুক্রবার থেকে ওই রেলপথে নতুন একটি ট্রেন চালানোর বিজ্ঞপ্তি জারি করেছে পূর্ব রেল। ট্রেনটি আমোদপুর থেকে কাটোয়া পর্যন্ত দিনে একবার যাতায়াত করবে।
আমোদপুর- কাটোয়া তারাশঙ্কর প্যাসেঞ্জার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি অরুণ রায় এবং সম্পাদক আসরাফুল ইসলাম বলেন, “রেল দফতরের বিজ্ঞপ্তি অনুযায়ী নতুন ট্রেনটির ১৩টি স্টেশনের মধ্যে মাত্র ৫টি স্টেশনে থামার কথা ছিল। আমরা বাকি ৮টিতে স্টপেজ দেওয়ার দাবি রেখেছিলাম। সেই দাবি মেনে সেগুলিতেও ট্রেন থামবে বলে নতুন করে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।” পূর্ব রেলের এক আধিকারিক জানিয়েছেন, যাত্রীদের কথা ভেবেই ওই সিদ্ধান্ত পরিবর্তন করা হয়েছে।