১০ ডিসেম্বর ভারতের নতুন সংসদ ভবনের শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

আমাদের ভারত, ৬ ডিসেম্বর: ভারতে নতুন সংসদ ভবন তৈরি হতে চলেছে। আগামী ১০ডিসেম্বর সেই নতুন ভবনের শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।সরাসরি বা ভার্চুয়ালি এই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা সব রাজনৈতিক দলের সাংসদদের। এই নতুন সংসদ ভবনে থাকবে ৪টি তল। তার মধ্যে একটি থাকবে মাটির নীচে। নতুন ভবনের লোকসভায় থাকবে ৮৮৮ টি আসন।

লোকসভার স্পিকার ওম বিড়লা বলেন, “আমরা স্বাধীনতার পরে পুরনো ভবনে যাত্রা শুরু করেছিলাম। এবার স্বাধীনতার ৭৫ বছরে আমরা অধিবেশন শুরু করব নতুন ভবনে। এটা শুধুমাত্র ইট-পাথরের একটি ভবন নয়। এটি দেশের ১৩০ কোটি মানুষের স্বপ্ন পূরণের জায়গা।”তিনি আরো বলেন পুরনো সংসদ ভবন প্রায় ১০০ বছরের পুরনো হতে চলেছে। তাই আত্মনির্ভর ভারতের লক্ষ্যে ১৩০ কোটি মানুষের কাছে এটা গর্বের বিষয় যে আমরা এই নতুন ভবন তৈরি করছি। ১০ ডিসেম্বর বেলা ১টার সময়ে নতুন ভবনের শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার প্রধানমন্ত্রীকে সরকারিভাবে এই অনুষ্ঠানের জন্য আমন্ত্রণ জানিয়েছেন স্পিকার।

নতুন এই সংসদ ভবন বানাচ্ছে টাটা কোম্পানি।
নতুন এই সংসদ ভবনে লোকসভা কক্ষে রয়েছে ৮৮৮ টি আসন। অন্যদিকে রাজ্যসভার কক্ষে ৩৮৪টি আসন রয়েছে। পুরানো ভবনেএ আসন সংখ্যা ছিল যথাক্রমে ৫৪৩ ও ২৪৫।একসঙ্গে দুই কক্ষের অধিবেশনের সময় নতুন ভবনের লোকসভায়১২২৪ জন বসতে পারবেন। তবে নতুন ভবনের কোন সেন্ট্রাল হোল নেই। ৬৪৫১২ বর্গ কিলোমিটার জমির উপর তৈরি করা হবে নতুন সংসদ ভবন। খরচ হচ্ছে ৯৬১ কোটি টাকা। নতুন ভবনটি ভূমিকম্প প্রতিরোধী হিসেবে তৈরি করা হচ্ছে।

এই সংসদ ভবনকে সব ধরনের আধুনিক সুযোগ-সুবিধা থাকবে। ভারতের বিভিন্ন প্রান্তের ২০০ জন শিল্পী নতুন ভবনকে সাজিয়ে তুলবেন। নতুন ভবন চালু হওয়ার পর পুরানো ভবনকে ভারতের পুরাতাত্ত্বিক নিদর্শন হিসেবে সংরক্ষিত করে রাখা হবে। নতুন ভবনের নকশা তৈরি করেছে এইচসিপি ডিজাইনিং প্ল্যানিং এন্ড ম্যানেজমেন্ট প্রাইভেট লিমিটেড। ২০২২ সালের মধ্যে ভবনটি নির্মাণ শেষ হয়ে যাবে বলে আশা করা হচ্ছে। নতুন ভবনের ছটি প্রবেশদ্বার থাকবে। তার মধ্যে একটি হবে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর জন্য। বাকিগুলি হবে লোকসভার স্পিকার, রাজ্যসভার চেয়ারপার্সন, সাংসদ ও দুটি দর্শকদের জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *