লাদাখ সংঘাতের ফাঁকে অরুণাচলে তিনটি গ্রাম বানিয়ে ফেলেছে চিন

আমাদের ভারত, ৬ ডিসেম্বর: ভুটানের পর এবার অরুণাচল প্রদেশ। লাদাখ সীমান্ত উত্তপ্ত‌ ফলে সেদিকে নজর বেশি, ফলে সেই সুযোগে চিনের এবার নজর পরেছে অরুণাচল প্রদেশে। প্ল্যানেট ল্যাব নামক একটি সংস্থার উপগ্রহ চিত্র সম্প্রতি সামনে আসার পর এমনটাই ধারণা সংশ্লিষ্ট মহলের। প্ল্যানেট ল্যাবের উপগ্রহ চিত্রে দেখা যাচ্ছে অরুণাচল প্রদেশ সংলগ্ন বাম লা পাস থেকে মাত্র ৫ কিলোমিটার দূরে তিন-তিনটি আস্ত গ্রাম তৈরি করে ফেলেছে চিন। এই এলাকা ডোকলাম থেকে মাত্র ৭ কিলোমিটার দূরে।

বাম লা পাস ভারত চিন ও ভুটান এই তিন দেশের সংযোগস্থলে অবস্থিত। এই বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত কোনো মন্তব্য করেনি নয়াদিল্লি। তবে বিষয়টির ওপর নজর রয়েছে তাদের বলে জানা গেছে। ওয়াকিবহাল মহলের ধারণা পূর্ব লাদাখ ভারতের সঙ্গে চলা বিবাদের মধ্যে এটাই চিনের সবচেয়ে কঠোর পদক্ষেপ।

সূত্রের খবর মাত্র এক বছরের মধ্যে দুর্গম গিরিপথ এলাকায় গ্রামগুলি তৈরি করে ফেলেছে চিন। উপগ্রহ চিত্র বিশ্লেষণ করে বিশেষজ্ঞরা বলছেন ২০২০-র ১৭ ফেব্রুয়ারির উপগ্রহ চিত্রে দেখা গেছে অরুণাচল সীমান্তবর্তী বাম লা পাস এলাকায় মাত্র একটি গ্রাম তৈরি হয়েছিল। কিন্তু তারপর মাত্র ৯ মাসের মধ্যে সেখানে তিনটি গ্রাম দেখা যায়। কারণ ২০২০-র ২৮ শে নভেম্বরের উপগ্রহ চিত্রে দেখা যাচ্ছে ওই এলাকায় তিনটি গ্রাম তৈরি হয়ে গেছে।

২০ ফেব্রুয়ারির উপগ্রহ চিত্রে দেখা গেছে একটি এলাকায় ২০টি মতো আবাসন ছিল। দ্বিতীয় চিত্রটিতে রয়েছে ক একটি এনক্লেভে ৫০ বাড়ি। এক একটি এনক্লেভের মধ্যে দূরত্ব ১কিলোমিটার মতো। বাড়ি গুলি কাঠের তৈরি। ছিটমহল এলাকায় তৈরি হওয়ায় গ্রাম গুলির জন্য পাকা রাস্তা তৈরি করা হয়েছে। অন্যান্য এলাকা থেকে বাসিন্দাদের এনে গ্রামগুলিতে বসানোর পরিকল্পনা করা হয়েছে বলেও মনে করা হচ্ছে। যখন গাল ওয়ান সংঘর্ষ নিয়ে উত্তপ্ত লাদাখ তখন অরুনাচলে এই কাজ সেরেছে চিন। ফলে এই ঘটনায় দু’দেশের দ্বন্দ আরোও বাড়বে বলে মনে করছেন কূটনৈতিক মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *