আমাদের ভারত, ৬ ডিসেম্বর:মার্কিন ভ্যাক্সিন প্রস্তুতকারক সংস্থা ফাইজার ভারতে জরুরি ভিত্তিতে তাদের তৈরি করোনা ভ্যাক্সিন অনুমোদনের জন্য আবেদন করল। সম্প্রতি গণহারে ব্যবহারের জন্য ব্রিটেন এবং বাহারিনে ফাইজারের টিকাকে জরুরী ভিত্তিতে ছাড়পত্র দিয়েছে। ভারতেও সেই টিকার ছাড়পত্র পেতে ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া কাছে আবেদন জানিয়েছে ফাইজার।
সংস্থা অনুমতি পত্রে ভারতের টিকা বিদেশ থেকে আমদানি করে অবিলম্বে ব্যবহারের অনুমতি চেয়েছে। ক্লিনিক্যাল ট্রায়াল ছাড়াই টিকা প্রয়োগের কথা বলা হয়েছে অনুমতি পত্রে। বুধবার ব্রিটেনে এই টিকা প্রয়োগে ছাড়পত্র দিয়েছে ব্রিটিশ সরকার। আগামী সপ্তাহ থেকে ব্রিটেনজুড়ে টিকাকরণ শুরু হবে। যদিও অগ্রাধিকার ভিত্তিতে হবে এই টিকাকরণ। প্রথমে একমাত্র ঝুঁকিপূর্ণ ব্যক্তিদেরই টিকা দেওয়া হবে বলে জানিয়েছে ব্রিটিশ সরকার। ইতিমধ্যেই ব্রিটেন দুটি কোটি মানুষের টিকাকরনের জন্য ওই সংস্থাকে 4 কোটি ডোজে বরাত দিয়েছে। প্রত্যেককে টিকার দুটি করে ডোজ দেওয়া হবে বলে জানা গেছে। এছাড়া আগামী কিছুদিনের মধ্যেই আরো এক কোটি ডোজ পাওয়া যাবে বলে জানিয়েছে সে দেশের স্বাস্থ্য মন্ত্রক। বাহারিনও সেই পথেই হেটেছে।
গবেষণায় দেখা গেছে ফাইজারের করোনা টিকা কোন রকম পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়া ৯০-৯৫ শতাংশ কার্যকর। অতি সংকটাপন্ন রোগীর ক্ষেত্রে এটি ১০০% পর্যন্ত কাজ করছে বলেও দাবি করা হয়েছে সংস্থার তরফে।
শুক্রবারেই প্রধানমন্ত্রী বলেছিলেন, “তিনটি টিকা ট্রায়ালের ফাইনাল স্তরে রয়েছে। কয়েক সপ্তাহের মধ্যেই টিকা তৈরি হয়ে যাবে। আন্তর্জাতিক সংস্থার সঙ্গে ভারতীয় সংস্থা এই বিষয়ে একযোগে কাজ করছে। টিকা বাজারে এলেই বন্টন করার জন্য আমরা প্রস্তুত।” তবে ফাইজারের এই টিকা বেশি কার্যকর হলেও এই টিকার সংরক্ষণের জন্য প্রয়োজন বিশেষ ব্যবস্থা। এই টিকা সংরক্ষণ করতে হবে হিমাঙ্কের ৭০ ডিগ্রি সেলসিয়াসের নিচে। অন্য যে টিকা গুলির ট্রায়াল ভারতের চলছে, তা হিমাঙ্কের নিচে ২ -8 ডিগ্রি সেলসিয়াসে সংরক্ষণ করতে হবে। ফাইজারের করোনা টিকার প্রতি ডোজের জন্য ভারতীয় মুদ্রায় সাড়ে ৭০০টাকা খরচ করতে হবে।