ফের নয়া আতঙ্ক, লন্ডন ফেরত যাত্রীর শরীরে করোনার নতুন স্ট্রেন!

রাজেন রায়, কলকাতা, ২২ ডিসেম্বর: যে অতিমারি আতঙ্কে গোটা একটা বছর নষ্ট হয়ে গেল বিশ্বের, বছর শেষে ফের যেন চোখ রাঙাচ্ছে তার নতুন আক্রমণ। সূত্রের খবর, লন্ডন ফেরত দুই যাত্রীর শরীরে করোনা জীবাণুর নতুন স্ট্রেন পাওয়া গিয়েছে। মনে করা হচ্ছে, এই জীবাণু করোনার নতুন মিউট্যান্ট। তবে পরীক্ষিত এবং প্রমাণিত হওয়ার আগে ব্রিটেন ফেরত সমস্ত যাত্রীদের ওপর নজর রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিমানবন্দর সূত্রে খবর। যদিও ফের অতিমারি নতুন রূপে ফিরে এসেছে কি না, তা এখনো প্রমাণিত নয়।

রবিবার সকালে কলকাতা বিমানবন্দরে পৌঁছানোর পরে নিয়ম মেনে যাত্রীদের করোনা পরীক্ষা করানো হলে দু’জনের রিপোর্ট পজিটিভ আসে। যে দুজনকে চিহ্নিত করা গিয়েছে, তাঁদের একজনকে কলকাতা মেডিক্যাল কলেজে এবং আরেকজনকে রাজারহাট সিএনসিআইয়ে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার এই কথা জানিয়েছেন রাজ্য স্বাস্থ্য দফতরের এক শীর্ষ কর্তা। দু’জনের মধ্যে একজন চার তলার আইসোলেশনে রয়েছেন। তাঁদের মঙ্গলবার আরটিপিসিআর পরীক্ষা হবে। ওই দুই ব্যক্তির সংস্পর্শে আসা প্রত্যেকেরই এদিন পরীক্ষা হওয়ার কথা রয়েছে। ওই দুই ব্যক্তির স্যাম্পেল স্কুল অফ ট্রপিক্যালের মাধ্যমে পুণের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজিতে পাঠানো হবে।
কলকাতা মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন ব্যক্তি আবার রাজ্যের এক মেডিক্যাল কলেজের শীর্ষ কর্তারা ছেলে। কর্মসূত্রে তিনি লন্ডন গিয়েছিলেন বলে খবর।

স্বাস্থ্যসচিবের কথায়, “যতদূর জানি নির্দেশিকা লাগু হওয়ার অন্তর্বর্তী সময়ে লন্ডন থেকে আর কোনও বিমান কলকাতায় আসছে না। কোনও বিমান যদি আসেও তাহলে যাত্রীদের পাশাপাশি সংশ্লিষ্ট বিমানের পাইলট, বিমানসেবিকাদেরও কোভিড টেস্ট করানো হবে। করোনা পরীক্ষার রিপোর্ট না আসা পর্যন্ত সকলকে বিমানবন্দরেই থাকতে হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *