শোকজ করা হল জেলা বিজেপি সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মাকে

আমাদের ভারত, আলিপুরদুয়ার, ২২ ডিসেম্বর: মেদিনিপুরে অমিত শাহের সভায় আলিপুরদুয়ারের প্রাক্তন সাংসদ দশরথ তিরকে, আশীষ দত্ত, অভিজিৎ মজুমদার বিজেপিতে যোগদানের পর প্রকাশ্যে নিজের ক্ষোভ ব্যক্ত করায় এবার বিজেপির রাজ্য নেতৃত্ব দলের আলিপুরদুয়ার জেলা সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মাকে শোকজ করল। মঙ্গলবার দুপুরে বিজেপির রাজ্য সহ সভাপতি প্রতাপ বন্দ্যোপাধ্যায়ের স্বাক্ষরিত গঙ্গাপ্রসাদবাবুকে শোকজ করা একটি চিঠি প্রকাশ্যে আসতেই জেলাজুড়ে শোরগোল পড়েছে। যদিও গঙ্গাপ্রসাদ শর্মার কাছে ওই শোকজের চিঠি এসে পৌঁছোয়নি বলে তিনি জানান। তিনি বলেন, চিঠি হাতে পেলে বলতে পারব। গঙ্গা প্রসাদবাবু রাজ্য নেতাদের একাংশের তোপের মুখে পড়লেও এদিন কোনও মন্তব্য করতে চাননি। তিনি বলেন, যা বলার আগামীকাল আলিপুরদুয়ারে সাংবাদিক সম্মেলন করেই বলবেন।পাশাপাশি ফেসবুকের মত সোস্যাল নেটওয়ার্কেও বিষয়টিকে তুলে নিয়ে গিয়েছেন তিনি। সেখানেও তার বক্তব্যতে পরিস্কার আর যাই হোক শোকজ করার বিষয়টি মন থেকে মেনে নিতে পারেননি তিনি। এও জানা গেছে, গোটা ঘটনার জেরে যথেষ্টই ক্ষুব্ধ জেলায় গঙ্গাপ্রসাদ শর্মার ঘনিষ্ঠ মহল।

চিঠির বিষয় নিয়ে অবশ্য বিজেপির রাজ্য নেতাদের প্রতিক্রিয়া মেলেনি। উল্লেখ্য, ১৮ ডিসেম্বর অমিত শাহের উপস্থিতিতে মেদিনীপুরের জনসভায় আলিপুরদুয়ারের প্রাক্তন তৃণমূল সাংসদ তথা জেলা তৃণমূল কংগ্রেস কমিটির চেয়ারম্যান দশরথ তিরকে বিজেপিতে যোগদান করেন।এরপরেই ক্ষোভ ছড়ায় জেলার কুমারগ্রাম ব্লক থেকে স্থানীয় জেলা বিজেপি নেতাদের মধ্যে। বিজেপি কর্মীরা দশরথ তিরকের কুশপুতুল দাহ করে। এদিকে তিন নেতার দলে যোগদানের পরই ক্ষুদ্ধ হয়ে ওঠেন গঙ্গাপ্রসাদ শর্মা। প্রকাশ্যে সংবাদ মাধ্যমকে বিবৃতি দিয়ে তিনি জানিয়ে দেন, জেলার বাইরে গিয়ে যারা রাজনীতি করছেন তাদের বাইরেই রাজনীতি করতে হবে।” গঙ্গাপ্রসাদবাবুর ক্ষোভ প্রকাশ্যে আসতেই জেলাজুড়ে বিরোধী দল ও বিজেপি কর্মীদের মধ্যে ব্যাপক হইচই পড়ে যায়। আর একজন জেলা সভাপতির এমন বক্তব্যেই সম্ভবত তিনি রাজ্যের তোপের মুখে পড়েছেন বলে মনে করা হচ্ছে। এবার শোকজের প্রেক্ষিতে গঙ্গাপ্রসাদবাবু রাজ্য নেতৃত্বকে কি উত্তর দেন সেদিকেই এখন তাকিয়ে আছে জেলা বিজেপি কর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *