আমাদের ভারত, ১ ডিসেম্বর:বিয়ের আগে নিজের ধর্ম, উপার্জন ও কাজ সম্পর্কে হবু স্ত্রীকে জানাতে বাধ্য থাকবে ছেলেরা। এমনই আইন আছে অসম সরকার বলে জানালেন মন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। একের পর এক লাভ জিহাদের ঘটনা ঘটেই চলেছে অসমে। তাই এবার আইন করে তা আটকাতে পথে নামছে সরকার বলে জানিয়েছেন তিনি।
ইতিমধ্যে আইন প্রণয়নের ব্যাপারে প্রস্তুতিও শুরু করেছে অসম সরকার বলে জানিয়েছেন বিশ্বশর্মা। বিজেপির মন্ত্রী দাবি মহিলা সুরক্ষা নিরাপত্তা দানে অসম সরকার বদ্ধপরিকর। আর সেই জন্যেই এই নতুন আইন প্রণয়ন করা হবে।
তিনি বলেন, ‘স্বামী-স্ত্রীর মধ্যে কোনো রকম লুকোচুরি থাকা ঠিক নয়। আমরা শুধু ধর্ম নিয়ে কথা বলছি না। জীবিকা নির্বাহ করতে একজন পুরুষ কি করেন তার মাসিক উপার্জন কত এই সমস্ত তথ্য জানার অধিকার রয়েছে স্ত্রীর। লাভ জিহাদ এই সময় একটি বড় সমস্যা। তবে শুধু লাভ জিহাদ আটকাতেই আমরা এই আইন প্রণয়ন করছি না। এই আইন মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করবে। সামাজিক সুরক্ষা দেবে। স্বামী ও স্ত্রী পরস্পরকে নিজেদের ব্যাপারে সবকিছু জানিয়ে বিয়ে করলে সম্পর্কে স্বচ্ছতা থাকে।”
হিমন্ত বিশ্বশর্মা আরও জানান, অসম সরকার মহিলাদের সামাজিক দিক থেকে এগিয়ে নিয়ে যেতে অরুনাদয় প্রকল্প চালু করবে। যেসব মহিলারা একার উপার্জনে সংসার চালান তাদের এই প্রকল্পে আর্থিক সাহায্য করা হবে। প্রতিমাসে চিহ্নিত মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে ৮৩০ টাকা করে দেবে সরকার। ওষুধ বা শাকসবজি চালডাল কিনতে সেই টাকা ব্যবহার করতে পারবেন মহিলারা। বিশেষভাবে সক্ষম মানুষেরাও এই প্রকল্পের সুবিধা পাবেন।