Satish Acharya, Modi, Sriram, ব্যাঙ্গচিত্রে মোদী ও ভগবান শ্রীরামকে অপমান করার অভিযোগ, কার্টুনিস্ট সতীশ আচার্যকে গ্রেফতারের দাবি নেটিজেনদের

আমাদের ভারত, ২৮ মে: লোকসভা ভোট চলছে। তার মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ ও নরেন্দ্র মোদীকে নিয়ে বিখ্যাত কার্টুনিস্ট সতীশ আচার্য্যের আঁকা একটি ব্যঙ্গচিত্র সোশ্যাল মিডিয়ায় বিতর্কের ঝড় তুলেছে। বহু নেটিজেন সতীশ আচার্যের গ্রেফতারের দাবি তুলেছেন।

এক্স হ্যান্ডেলের সতীশ ‌আচার্য্যের যে ব্যঙ্গচিত্র ভাইরাল হয়েছে তাতে দেখা যাচ্ছে তা হলো, নরেন্দ্র মোদী কোনো মন্দিরের পবিত্র গর্ভ গৃহে রয়েছেন। মন্দিরের বাইরে রয়েছেন ভগবান শ্রীরাম। ভগবান শ্রীরামকে দেখে মোদী জিজ্ঞাসা করছেন আপনি কে “আপ কন”?

এই ব্যঙ্গচিত্র দেখে অনেকেরই অভিযোগ সতীশ আচার্য ভগবান শ্রীরামের পাশাপাশি নরেন্দ্র মোদীকে বিদ্রুপ করেছেন। উভয়কেই অপমান করেছেন। কার্টুনিস্টকে আর্ট ওয়ার্কটি মুছে ফেলার জন্য দাবি জানিয়েছেন। পাশাপাশি সতীশ আচার্যকে জনসমক্ষে ক্ষমা চাইতে হবে বলেও দাবি করেছেন। সতীশ আচার্যের গ্রেফতারের দাবিও উঠেছে সোশ্যাল মিডিয়ায়। ভোটের মধ্যে এই জাতীয় ব্যঙ্গচিত্র যথেষ্ট বিতর্ক তৈরি করেছে।

সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, তিনি অনুমান করেন তার জন্ম জৈবিক পদ্ধতিতে হয়নি। ভগবান বিশেষ উদ্দেশ্য ও কর্ম সাধনের জন্যই তাকে পাঠিয়েছেন। তিনি আরো বলেছেন, কেউ তাকে পাগল বলে মনে করতে পারে, কিন্তু তার পূর্ণ বিশ্বাস যে ভগবান তাকে একটি উদ্দেশ্য সিদ্ধির জন্য পাঠিয়েছেন। সেটা না হওয়া পর্যন্ত তাকে দায়িত্ব পালন করতে হবে।

এরপরই এই মন্দিরের ব্যঙ্গচিত্রটি যথেষ্ট বিতর্ক তৈরি করেছে সোশ্যাল মিডিয়ায়। অনেকে বিষয়টিতে ভারতের নির্বাচন কমিশনের হস্তক্ষেপ চেয়েছেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হওয়ার আশা প্রকাশ করার মধ্যেই সতীশ আচার্যের ব্যঙ্গচিত্র ভাইরাল হয়েছে। অনেকেই বলেছেন কার্টুনের মাধ্যমে শুধুমাত্র অপমান করার জন্য এই জাতীয় ব্যঙ্গচিত্র তৈরি করেছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *