পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৭ মে: ডাঃ নরম্যান বেথুন মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে আজ মেচেদার ট্রাস্টভবনে এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ট্রাস্টের সভাপতি ডক্টর বিশ্বনাথ পড়িয়া, প্রধান অতিথি ছিলেন ডাঃ রমেশ চন্দ্র বেরা(আইএমএ কোলাঘাট শাখা), বিশেষ অতিথি ছিলেন মেডিক্যাল সার্ভিস সেন্টারের সর্বভারতীয় সম্পাদক ডক্টর ভবানী শঙ্কর দাস এবং পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালের ব্লাড ব্যাঙ্কের আধিকারিক ডক্টর কাঞ্চন চক্রবর্তী প্রমুখ।
ট্রাস্ট সদস্য নারায়ণ চন্দ্র নায়ক জানান, গ্রীষ্মকালীন রক্তের সংকট মেটাতে প্রবল প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও ৩ জন মহিলা সহ ৩৯ জন রক্তদাতা রক্তদান করেন।