সারা দেশে “পরাক্রম দিবস” হিসেবে পালিত হবে নেতাজির জন্মদিন, ঘোষণা মোদী সরকারের

আমাদের ভারত, ২০ জানুয়ারি:নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনকে পরাক্রম দিবস হিসেবে ঘোষণা করল কেন্দ্রীয় সরকার।এবার থেকে প্রতিবছর এই দিনটি পরাক্রম দিবস হিসেবে পালিত হবে। সরকারের তরফে একটি বিবৃতি জারি করে বলা হয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতি সম্মান জানাতে ও তার দেশের জন্য করা আত্মবলিদানকে শ্রদ্ধা জানাতে ভারত সরকার দিনটিকে পরাক্রম দিবস হিসেবে ঘোষণা করল। ওই দিন কলকাতায় আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জাতীয় গ্রন্থাগারে নেতাজির ১২৫ তম জন্মজয়ন্তী উপলক্ষে একটি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তিনি।

নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন কে পরাক্রম দিবস হিসেবে গোটা দেশে পালন করবে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের পক্ষ থেকে জারি করা নির্দেশনায় বলা হয়েছে, নেতাজির জন্মদিন বিশেষভাবে পালন করার উদ্দেশ্য হল, দেশের মানুষকে উৎসাহিত করা বিশেষত দেশের যুবসমাজকে আরো দেশ ও সমাজ মুখী করে তোলা। দেশের প্রতি প্রেম জানানো।

নেতাজির ১২৫তম জন্মজয়ন্তী উদযাপনের জন্য ইতিমধ্যে একটি কমিটি গঠন করেছে মোদী সরকার। প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন এই কমিটিতে সমস্ত রাজনৈতিক ও বিভিন্ন দিকের দিকপাল, নেতাজি গবেষকরা রয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বুদ্ধদেব ভট্টাচার্য শুভেন্দু অধিকারী সৌরভ গঙ্গোপাধ্যায়কেও ওই কমিটিতে রাখা হয়েছে। আগামী এক বছর ধরে গোটা দেশে ওই কমিটির বিভিন্ন অনুষ্ঠান কর্মসূচি পালন করবে।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেকদিন আগে থেকেই কেন্দ্রের কাছে নেতাজির জন্মদিনে জাতীয় ছুটি ঘোষণার কথা বলে আসছেন। নেতাজির সঙ্গে জড়িয়ে রয়েছে বাঙালির আবেগ ও ভালোবাসা। কিন্তু কেন্দ্রীয় সরকারের তরফে এই বিষয়ে এখনো তেমন কিছু করার ইঙ্গিত মেলেনি। কিন্তু বাংলার নির্বাচনের কয়েক মাস আগেই নেতাজির জন্য একটি দিন উৎসর্গ করার জন্য বেছে নিল কেন্দ্র।

জানা গেছে ২৩ জানুয়ারি কলকাতায় আসছেন পারে নরেন্দ্র মোদী। জাতীয় গ্রন্থাগারে নেতাজির জন্মজয়ন্তী উপলক্ষে একটি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তিনি। এছাড়াও ভিক্টোরিয়া মেমোরিয়াল যাওয়ার কথা তার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *