সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১১ ডিসেম্বর: বৃহস্পতিবার ডায়মন্ড হারবারে যাওয়ার পথে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার ও বিজেপি নেতাদের উপর হামলার প্রতিবাদের শুক্রবার সকালে দুই ঘন্টা জাতীয় সড়ক যশোর রোড অবরোধ করল বিজেপি সমর্থকরা। এদিনই অশোকনগরে প্রতিবাদ মিছিল বের করে বিজেপির নেতা কর্মীরা।
বিজেপির চাঁদপাড়া পশ্চিম মণ্ডল সভাপতি বিশ্বজিত ঘোষের নেতৃত্বে এদিন সকাল ১১টা থেকে অবরোধ শুরু হয়। স্বাভাবিক ভাবেই অফিস টাইমে অবরোধের জেরে রাস্তার দুইধারে দাঁড়িয়ে পড়ে একাধিক যাত্রীবাহী গাড়ি সহ ছোট-বড় বহু গাড়ি। ঘটনাস্থলে আসেন গাইঘাটা থানার পুলিশ। প্রায় ১ ঘন্টা অবরোধ চলে।
বিজেপি নেতা বিশ্বজিত ঘোষ, স্বপন মজুমদার বলেন, সম্প্রতি বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের উপর হামলা হয়েছিল। পুলিশকে অভিযোগ জানিয়েও কোনও কাজ হয়নি। আজ পর্যন্ত কাউকেই গ্রেফতার করতে পারেনি পুলিশ। এদিন দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দলের সর্ব ভারতীয় সভাপতি জেপি নাড্ডা সহ দলীয় নেতাদের উপর যেভাবে হামলা চালানো হয়েছে রাজ্য তথা দেশের মানুষ সবটাই দেখেছে। এর উত্তর সাধারণ মানুষই দেবে। আমরা শুধু প্রতিশ্রুতি দিতে পারি যে আমরা ক্ষমতায় এলে এক বিন্দুও রক্ত না ঝড়িয়ে বিরোধীদের যোগ্য সম্মান দিয়ে রাজ্যকে আমরা দেশের প্রথম সারির রাজ্যের তালিকায় নিয়ে যাব। প্রায় ১ ঘন্টা অবরোধ চলার পর বিজেপি নেতা-কর্মীরা অবরোধ তুলে নেন।