গোবরডাঙা হিন্দু কলেজে এবিভিপি ও টিএমসিপি সংঘর্ষ, বাইক ভাঙ্গচুর, আহত ১০

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ , ১১ ডিসেম্বর: এবিভিপির ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে টিএমসিপি ও এবিভিপির মধ্যে সংঘর্ষ। দুই পক্ষের আহত ১০। ভাঙ্গচুর হয়েছে বেশ কয়েকটি মোটরসাইকেল ও সাইকেল। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার গোবরডাঙ্গা হিন্দু কলেজে।

অভিযোগ, দীর্ঘদিন ধরে এবিভিপির ছাত্র ছাত্রীদের উপর হামলা চালাচ্ছে কলেজের টিএমসিপির ছাত্ররা। এর প্রতিবাদের শুক্রবার কলেজে মিছিল করে লিখিত স্মারকলিপি জমা দিতে যায়। সেই সময় পরিকল্পিত ভাবে টিএমসিপির ছাত্ররা মিছিলে হামলা চালায়। এবিভিপি সংগঠনের ছাত্ররা প্রতিবাদ করতে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে এবিভিপির ছয় জন ও টিএমসিপির চার জন আহত হয়। ভাঙ্গচুর হয়েছে বেশ কয়েকটি মোটর সাইকেল। কলেজের সামনে বেশ কয়েকটা দোকানও ভাঙ্গচুর হয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থলে যায় হাবরা ও গোবরডাঙা থানা থেকে বিশাল পুলিশ বাহিনী। তৃণমূলের পক্ষ থেকে গোবরডাঙা থানার একটি অভিযোগ জমা দেওয়া হয়।
বিজেপি তৃণমূল সংঘর্ষের জেরে গোটা গোবরডাঙ্গা উত্তপ্ত হয়ে ওঠে। বিজেপির দাবি, গোবরডাঙ্গা আট নম্বর ওয়ার্ডের বিজেপির কাউন্সিলর ঝুমা বন্দ্যোপাধ্যায় সহ ছয় জন আহত হয়েছে।

এবিভিপির রাজ্য সহ সম্পাদক স্বর্ণেন্দু চক্রবর্তী বলেন, দীর্ঘ দিন ধরে আমাদের দলের কর্মী সমর্থকদের উপর অত্যাচার চালাচ্ছে। সম্প্রতি আমাদের এক কর্মী লিটন বিশ্বাস সহ বেশ কয়েকজনকে বিনা কারণে মারধর করে টিএমসিপির ছাত্ররা। এর প্রতিবাদের আজ কলেজে ডেপুটেশন জমা দিতে গেলে এলাকার তৃণমূল নেতা শংকর দত্তের নেতৃত্বে আমাদের মিছিলে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায়। বাধা দিতে গেলে আমাদের ছাত্রছাত্রীদের মারধর করে। পুলিশ ঘটনাস্থলে এলেও টিএমসিপির পক্ষ নিয়ে আমাদের উপরে লাঠিচার্জ করে বলে অভিযোগ।

পাশাপাশি তৃণমূলের দাবি, বিজেপি বহিরাগতদের নিয়ে গোবরডাঙা কলেজে তাণ্ডব চালাতে এসেছিল। বিজেপির লোকেরা কলেজে ভাঙ্গচুর চালিয়েছে। বিজেপির অবশ্য দাবি তৃণমূল নিজেই ভাঙ্গচুর করে বিজেপির ঘাড়ে দোষ চাপাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *