Naren, Kunal, নেতাজি বিতর্কে নরেনের চিঠি মমতাকে, পাল্টা প্রতিক্রিয়া কুণালের

আমাদের ভারত, ১০ জানুয়ারি: তুলনায় অংশত নেতাজির চেয়েও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এগিয়ে রেখে সম্প্রতি এক বিবৃতি দিয়েছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তা নিয়ে তৈরি বিতর্কে কুণাল তাঁর বক্তব্যে অবিচল রয়েছেন। বৃহস্পতিবার কুণালের মন্তব্যের প্রতিবাদ করে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন সারা ভারত ফরওয়ার্ড ব্লকের সাধারণ সম্পাদক নরেন চট্টোপাধ্যায়। এর পর কুণাল পাল্টা তাঁর প্রতিক্রিয়া দিয়েছেন।

সঠিক বিবৃতি দিয়ে বিষয়টির নিষ্পত্তি এবং কুণালের নিঃশর্ত ক্ষমা প্রার্থনার দাবি চিঠিতে করেছেন নরেনবাবু। সামাজিক মাধ্যমে কুণাল নরেনবাবুকে লিখেছেন, “আপনার মুখ্যমন্ত্রীকে লেখা চিঠির পরিপ্রেক্ষিতে স্বতঃপ্রণোদিতভাবে আমি আবার বলছি, নেতাজি দেশনায়ক। আমাদের গর্ব। আমার মতে আজাদ হিন্দ সরকারের কারণে নেতাজিকে দেশের প্রথম প্রধানমন্ত্রীর স্বীকৃতি দেওয়া উচিত। রাজ্যসভায় আমি নেতাজির মৃত্যু রহস্যের সব ফাইল প্রকাশ্যে আনার দাবিতে সরব ছিলাম।

নেতাজি বিশ্বের মানচিত্রের একজন সেরা বিপ্লবী। ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম মহানায়ক। সর্বকালের সেরা অন্যতম বাঙালি।

কিন্তু কংগ্রেস থেকে বেরিয়ে আলাদা দল গড়ে সাফল্যের প্রশ্নে নেতাজি বা আমার পরম শ্রদ্ধেয় প্রণব মুখোপাধ্যায়ের থেকে অনেক এগিয়ে এবং সফল মমতা বন্দ্যোপাধ্যায়। নেতাজি দল গঠন করেছিলেন, কিন্তু তাঁর পরিচয় সেই দল হয়ে ওঠেনি। তাঁর উত্থান আরেক ভিন্ন স্রোতের নেতৃত্বে।

আর মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস বাংলার মানুষের আশীর্বাদে রাজ্যে তৃতীয়বার সরকারে, কেন্দ্রে একাধিকবার সরকারে, সারা দেশে রাজনীতিতে ও উন্নয়নের মডেলে এই দলের প্রভাব।

ফলে নেতাজির জায়গায় নেতাজির যেমন মহাউচ্চতা ছিল, আছে, থাকবে; তেমনি কংগ্রেস থেকে বেরিয়ে একা দল গড়ে সাফল্যের প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের কৃতিত্বটা স্বীকার করুন। আপনার নেতা অশোক ঘোষ জীবিত থাকলে এই বাস্তবটা মানতেন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *