সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১০ জানুয়ারি: বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ও আগুন লেগে ঘটনাস্থলেই প্রাণ হারালেন এক দম্পতি। এই ঘটনায় পরিবারের আরোও তিন সদস্য আশঙ্কাজনক অবস্থায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি। গতকাল অধিকরাতে বাঁকুড়া শহরের লালবাজারের মাঝি পাড়ায় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানাগেছে, অন্যান্য দিনের মতোই পেশায় টোটো চালক নিতাই পাল (৬৮) বাড়ি থেকে টোটোর ব্যাটারিতে চার্জ দেন। অনুমান বৈদ্যুতিক গোলযোগের কারণে ঘরে মজুদ গ্যাস সিলিন্ডারে আগুন ধরে যায়। কিছু বুঝে ওঠার আগেই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতায় প্রতিবেশীরা ভীত সন্ত্রস্ত হয়ে বাড়ির বাইরে চলে আসেন।তখনই নজরে পড়ে নিতাইয়ের বাড়িতে আগুনের ঝলকানি ও ধোঁয়ো। কাছে গিয়ে দেখেন ছিন্ন ভিন্ন হয়ে রয়েছে নিতাই ও তার স্ত্রী রীনার দেহ। বিস্ফোরণ ঘটতেই পিতৃগৃহে বসবাস রত নিতাই’য়ের কন্যা তার দুই কন্যা সন্তানকে নিয়ে ছুটে দিয়ে বেড়িয়ে আসেন। ওই তিনজনই গুরুতর আহত হন।
পুলিশ এসে তাদের উদ্ধার করে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসক নিতাই ও তার স্ত্রীকে মৃত বলে ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় তিনজনকে বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিস্ফোরণের সঠিক কারণ খতিয়ে দেখছে পুলিশ।