করোনা এড়াতে হ্যান্ডশেকের পরিবর্তে ভারতীয় পদ্ধতিতে নমস্কার করার নিদান বিদেশেও

আমাদের ভারত,৪ মার্চ: ভারতীয় সংস্কৃতিতে একে অপরকে অভিবাদন জানতে নমস্কার বা নমস্তে বলার রীতি প্রচলিত। কিন্তু পাশ্চাত্য সংস্কৃতির হাত ধরে একে অপরকে অভিবাদন জানাতে হ্যান্ডশেক আমাদের দেশের মত অন্য সব জায়গায় এখন বহুল প্রচলিত। করোনা ঠেকাতে এবার ভারতের অভিবাদনের সংস্কৃতি নমস্কার বা নমস্তে-কেই নিরাপদ বলে মনে করা হচ্ছে বিদেশেও। তাই তো ইজরাইলের প্রধানমন্ত্রীও করোনা সংক্রমণ ঠেকাতে তাঁর দেশের মানুষকে হ্যান্ডশেকের পরিবর্তে নমস্কার বা নমস্তে-কেই অভিবাদনের প্রকাশ ভঙ্গি হিসেবে গ্রহণ করার নিদান দিলেন।

বিশ্বের প্রায় ৫০টি দেশে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস। তিন হাজারেরও বেশি প্রাণ হারিয়েছে এর কারণে। করোনায় আক্রান্ত হয়েছে ৯১ হাজার মানুষ। তাই সংক্রমণ এড়াতে হ্যান্ডশেকের বদলে নমস্কার করে অভিবাদন পরামর্শ দিলেন ইরানের প্রধান প্রধানমন্ত্রী। এক্ষেত্রে তিনি ভরসা রেখেছেন প্রাচীন ভারতীয় অভিবাদন পদ্ধতি নমস্কারের ওপর। হ্যান্ডশেক এর বদলে তাই তিনি হাতজোড় করে নমস্তে অর্থাৎ নমস্কারের পরামর্শ দিয়েছেন। তিনি মনে করছেন এই নমস্কারের মাধ্যমে অন্যের সংস্পর্শে আসার দরকার পড়ে না। অথচ এই পদ্ধতিতে অন্যকে সম্মানও জানানো যায় ও একইসঙ্গে করোনা সংক্রমণে এড়ানো সম্ভব হয়।

একটি সাংবাদিক বৈঠকে ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু করোনা ভাইরাস সংক্রমণের ঠেকানো প্রসঙ্গে কথা বলতে গিয়ে নমস্কার বা নমস্তের কথার উল্লেখ করেন। তিনি বলেন, “বিশ্বজুড়ে করোনা ভাইরাস ঠেকানো আমাদের কাছে চ্যালেঞ্জ। সংক্রমণ আটকাতে আমাদের ব্যক্তিগত পরিচ্ছন্নতার নজর দেওয়া দরকার। তিনি বলেন একে অপরকে অভিবাদন জানাতে মানুষের উচিত হ্যান্ডশেকের বদলে নমস্কার করা। আমি আমার অন্যান্য মন্ত্রীদেরও হ্যান্ডশেকের বদলে নমস্কার করতে বলেছি।”

To protect from Corona virus Adopte namaskar Avoid handshake

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *