আমাদের ভারত, ১৯ মার্চ: বিশ্ব হিন্দু পরিষদের কেন্দ্রীয় সংগঠক মিলিন্দ পারান্ডে নাগপুর হিংসার কঠোর ভাষায় নিন্দা করেছেন। যারা এই হিংসায় যুক্ত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে। একই সঙ্গে ঔরঙ্গজেবের সমাধির জায়গায় ধনাজি যাদব, সান্তাজি ও ছত্রপতি রাজারাম মহারাজের স্মৃতি স্মারক ও মারাঠাদের দ্বারা মুঘলদের পরাজিত করার বিজয় স্তম্ভ তৈরির দাবি জানিয়েছেন।
বিশ্ব হিন্দু পরিষদের কেন্দ্রীয় সংগঠক মিলিন্ড পারান্ডে নাগপুরের সাম্প্রদায়িক হিংসার ঘটনার তীব্র নিন্দা করে বলেছেন, সোমবার রাতে নাগপুরে যে হামলার ঘটনা ঘটেছে তার কড়া ভাষায় নিন্দা করি। উনি বলেছেন, আমাদের যুব বিভাগ বজরং দলের কার্যকর্তাদের উপর হামলা হয়েছে। এছাড়াও অনেকের বাড়িতে হামলাও হয়েছে। মহিলাদের ওপরেও নির্যাতন হয়েছে বলে দাবি করেছেন উনি।
পরান্ডে আরো বলেন, ছত্রপতি সম্ভাজি মহারাজ নগরে ঔরঙ্গজেবের যে সমাধি রয়েছে তার মহিমাকীর্তন বন্ধ হওয়া দরকার। বরং তার জায়গায় ঔরঙ্গজেবকে পরাজিত করা ধনাজি যাদব, সান্তাজি, এবং ছত্রপতি রাজারামজি মহারাজের এক বিরাট স্মৃতি স্মারক তৈরি করা উচিত।
উনি বলেন, ওই জায়গাতেই মারাঠা সাম্রাজ্য ঔরঙ্গজেবকে পরাজিত করেছিল। তাই সেখানে একটি বিজয়স্তম্ভ তৈরি করা উচিত। এটাই বিশ্ব হিন্দু পরিষদের দাবি।
এছাড়াও তিনি দাবি জানান, যে বা যারা এই অশান্তির উস্কানিতে যুক্ত তাদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ করা দরকার। তিনি নাগপুরের ঘটনার কঠোর নিন্দা করে বলেন, এটি অত্যন্ত লজ্জার। প্রথমে একটি মিথ্যে বা গুজব রটিয়ে দেওয়া হয়েছে, এবং তারপর হিংসায় উস্কানি দিতে একটি কুৎসিত প্রচেষ্টা চালানো হয়েছে। যারা এই ধরনের কাজ করেছে তাদের বিরুদ্ধে কঠিন থেকে কঠিনতর শাস্তি দাবি করেছেন তিনি। হিংসা যারা ছড়িয়েছে তাদের বিরুদ্ধে কঠোর ধারা আরোপ করে শাস্তির দাবি জানিয়েছেন তিনি।
মাননীয় পারাণ্ডে জীর দাবি কে সমর্থন করি।