আমাদের ভারত, ৯ জানুয়ারি: নারী নিরাপত্তা সুনিশ্চিত করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিল নাগরিক চেতনা মঞ্চ। বৃহস্পতিবার এ নিয়ে কলকাতা প্রেসক্লাবে সাংবাদিক বৈঠক করেন অপর্ণা সেন এবং নাগরিক চেতনা মঞ্চের সদস্যরা। খোলা চিঠি তুলে ধরা হয় সকলের সামনে। সেখানে অপর্ণা সেন বলেন যে সরকারই আসুক না কেন, আর যে দলেরই সরকার হোক না কেন তাদের বলতে হবে যে এভাবে চলবে না, আমরা পরিকাঠামোগত ও পদ্ধতিগত দীর্ঘমেয়াদি কিছু বদল চাইছি। নারীদের নিরাপত্তা সুনিশ্চিত করা সম্ভব। মুখ্যমন্ত্রীর নবান্নের পাশাপাশি রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরকেও চিঠি পাঠানো হয়েছে বলে জানানো হয়।
নারী নিরাপত্তা প্রসঙ্গে অপর্ণা সেন বলেন, আমরা চিরকাল ভাবি পশ্চিমবঙ্গ একটি নিরাপদ রাজ্য। এখানে মেয়েদের নিরাপত্তা রয়েছে কিন্তু এই ধারণা এবং বাস্তব পরিস্থিতির মধ্যে রয়েছে বিস্তর ফারাক। বিভিন্ন ঘটনার মধ্যে দিয়ে সেটা দেখতে পাচ্ছি। এই তফাৎটা যেন না থাকে, পশ্চিমবঙ্গ যেন দেশের মধ্যে সত্যি সত্যিই নিরাপদ রাজ্য হয়ে ওঠে।
নাগরিক চেতনা মঞ্চের মূল দাবিগুলি হল:
★ কর্মক্ষেত্রে যৌন হেনস্থার বিরুদ্ধে আইনের পূর্ণ বাস্তবায়ন।
★ পুলিশ ব্যবস্থার সংস্কার ও লিঙ্গ সংবেদনশীল প্রশিক্ষণ।
★নারীদের জন্য নিরাপদ গণপরিবহন এবং সিসিটিভি নজরদারি।
★ স্কুলে আইনি সচেতনতা ও লিঙ্গ সংবেদনশীলতার শিক্ষা।
★ ২৪x৭ নিরাপদ পরিবহন পরিষেবা।
খোলা চিঠিতে স্বাক্ষর করেছেন অপর্ণা সেন, কমলেশ্বর মুখোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, কঙ্কণা সেনশর্মা, চূর্ণী গাঙ্গুলি, বিরসা দাশগুপ্ত-সহ ৫০ জন বিশিষ্ট ব্যক্তি।
সংগঠনের মতে, পশ্চিমবঙ্গ নারীর সুরক্ষার ক্ষেত্রে গোটা দেশের কাছে উদাহরণ হতে পারে। নারী সুরক্ষায় কোনও আপস নয়—এই বার্তা নিয়ে নাগরিক চেতনার প্রচেষ্টা অব্যাহত থাকবে।