কুমারেশ রায়, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৯ জানুয়ারি: বৃহস্পতিবার মেদিনীপুর সদর ব্লকের ছেড়ুয়া স্বাস্থ্য কেন্দ্র এবং ছেড়ুয়া হাই স্কুল পরিদর্শন করলেন জেলাশাসক পশ্চিম মেদিনীপুর। তিনি স্বাস্থ্য কেন্দ্র এবং স্কুলের সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখেন। কথা বলেন পড়ুয়াদের সঙ্গে।
কম ওজনের শিশুদের সঠিক পুষ্টির দিকে নজর দেওয়ার জন্য সংশ্লিষ্ট আধিকারিকদের নির্দেশ দিয়েছেন জেলাশাসক। এর পাশাপাশি টিনেজ প্রেগনেন্সি কমানোর জন্য সংশ্লিষ্ট অধিকারিকদের বেশ কিছু নির্দেশ দিয়েছেন তিনি। স্কুলগুলিতে শিক্ষকদের সঠিক সময়মত উপস্থিতি এবং পড়ুয়াদের যথাযথ শিক্ষা দেওয়া নিশ্চিত করার জন্য অবর বিদ্যালয় পরিদর্শকদের নির্দেশ দেওয়া হয়েছে।