মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি মোসারফ হোসেন যোগদান করলেন কংগ্রেসে

আমাদের ভারত, মুর্শিদাবাদ, ১৯ ফেব্রুয়ারি: বিধানসভা নির্বাচন আগে তৃণমূল ত্যাগ করে কংগ্রেসে যোগদান করলেন মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি মোসারফ হোসেন। শুক্রবার বহরমপুর টেক্সটাইল কলেজ মোড়ে যুব কংগ্রেসের জনসভায় প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর হাত ধরে কংগ্রেসে যোগদান করলেন মোসারফ হোসেন। শুধু মোসারফ হোসেন নয়, নওদা ব্লক তৃণমূল সভাপতি সহ বেশ কিছু অঞ্চল সভাপতি এবং কয়েক হাজার দলীয় কর্মীরা তৃণমূল ত্যাগ করে কংগ্রেসে যোগদান করেন।

একদা কংগ্রেসে ছিলেন মোসারফ হোসেন ওরফে মধু। তবে ২০১৬ সালে তিনি কংগ্রেস দল ত্যাগ করে তৃণমূলে যোগদান করেন শুভেন্দু অধিকারী হাত ধরে। তারপর থেকেই মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেসের উত্থান শুরু। যদিও তৃণমূলের সাথে সম্পর্ক ত্যাগ করে বিজেপিতে যোগদান করেছেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ নেতা হিসেবে পরিচিত জেলা পরিষদের সভাধিপতি মোসারফ হোসেনের তৃণমূলের সাথে দূরত্ব তৈরি হয়েছে। যার জেরে বুধবার তাকে দল থেকে বহিষ্কার করে তৃণমূল।

মুর্শিদাবাদ জেলা তৃণমূল সভাপতি আবু তাহের খান জানান, মোসারফ হোসেনের দল বিরোধী কাজের জন্য তাকে বহিষ্কার করে। তার পরই কংগ্রেসে যোগদান স্পষ্ট করেন মোসারফ হোসেন। শুক্রবার দুপুরে আনুষ্ঠানিক ভাবে মোসারফ হোসেন যোগদান করলেন কংগ্রেসে।

অধীর চৌধুরী বলেন, মুর্শিদাবাদ জেলাতে কংগ্রেস পুরনো জায়গায় ফিরে আসবে, তৃণমূল তার নিজের জায়গায় ফিরে যাবে। মুর্শিদাবাদ জেলাতে কংগ্রেসকে পুলিশ ভয় দেখিয়ে তৃণমূলে যোগদান করতে বাধ্য করেছিল এবার সবাই বুঝতে পারছে তৃণমূলের অস্তিত্ব সঙ্কট। তাই আগামী দিনে মুর্শিদাবাদ জেলা কংগ্রেস আরও শক্তিশালী হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *